E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে পরিবেশ দুষনের প্রতিবাদে মানববন্ধন

২০১৪ নভেম্বর ৩০ ১৮:৪০:৫৯
নোয়াখালীতে পরিবেশ দুষনের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার চরদরবেশ ও চর শুল্লকিয়া গ্রামের বাসিন্দারা পরিবেশ দূষনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় আইন্ন্যালাছা বাজারে এ কর্মসূচি পালন করে। বাংলাদেশ কৃষক মৈত্রীর সহযোগিতায় স্থানীয় প্রায় দুই শতাধিক লোক এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধন-সমাবেশে আবদুর রব সারেংয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি মনির আহমেদ, ভুক্তভোগীদের পক্ষ থেকে মফিজ মিয়া, আবুল কালাম, হানিফ মিয়া ও জাকের আহমেদ প্রমুখ। বক্তারা বলেন- চরদরবেশ গ্রামে গত ৪-৫ মাস পূর্বে একটি টায়ার ফ্যাক্টরি গড়ে তোলা হয়। ওই ফ্যাক্টরিতে যখন টায়ার পোড়ানো হয় তখন এর কালো ধোঁয়া বাতাসের সাথে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে চরদরবেশ ও চর শুল্লকিয়া গ্রামের প্রায় দুই হাজার মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। অপর দিকে বিগত ৪-৫ বছর পূর্বে চরদরবেশ-চরশুল্লকিয়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া সোনাপুর-সুবর্ণচর-হাতিয়া সড়কের উপর আইন্নালাছা বাজারের দক্ষিণে ও উত্তরে প্রধান সড়ক ঘেঁষে দুই পার্শ্বে চৌমুহনীর মো. নূর নবী ও সাইফুল ইসলাম স্বপনের এনএস এগ্রো ও চৌমুহনীর ফজলুল হকের মুরগি ফার্ম গড়ে উঠে।

ফার্মগুলোর বর্জ্য অপসারণের জন্য কর্তৃপক্ষ আধুনিক কোন পদক্ষেপ গ্রহণ না করায় বর্জ্যগুলো পাশ্ববর্তী গোপাল ও চরদবেশ খালের পানিতে ফেলা হচ্ছে। এতে করে ভরা বর্ষা মৌসুমে খাল দুটির পানি দূষিত হয়ে মৎস্য উৎপাদনে ব্যহত হয়। পাশাপাশি খালের দূষিত পানি কৃষিতে ব্যবহার করায় ধান ও রবি শষ্য উৎপাদনও ব্যহত হচ্ছে। দীর্ঘদিন পর্যন্ত এ খাল দুটির পানি সেচ ও অন্যান্য কাজে ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া গ্রামে মশা-মাছি বেড়ে যাওয়ায় গবাদি পশু পালনে মারাত্মক হুমকির সম্মুখিন হতে হচ্ছে গ্রামবাসীকে। মুরর্গির ফার্মের বর্জ্যের দুর্গন্ধে শিশু ও বৃদ্ধদের শ্বাষরোগ দেখা দিয়েছে। অপর দিকে রবি মৌসুমে খালের পানি কমে যাওয়ায় পানিগুলো বিবর্ণ ও বিষাক্ত হয়ে পড়ে। ফলে ওই পানি সবজি উৎপাদনে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

মানববন্ধন-সমাবেশে স্থানীয়রা পরিবেশ দূষণকারী টায়ার ফ্যাক্টরি ও মুরগির ফার্ম কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

(জেএইচবি/এএস/নভেম্বর ৩০,২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test