E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় শহীদ নির্মইল হালিমনগর দিবস পালিত

২০১৪ নভেম্বর ৩০ ২০:২৯:২৫
নওগাঁয় শহীদ নির্মইল হালিমনগর দিবস পালিত

 নওগাঁ প্রতিনিধি : স্বাধীনতার ৪৩বছরেও নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের হালিমনগর বধ্যভূমির স্মৃতিরক্ষায় কেউ এগিয়ে আসেনি। ঠিক এমন অবস্থায় একুশে উদ্যাপন পরিষদ নওগাঁ শাখা বধ্যভূমিটি সংরক্ষণে এগিয়ে আসে।

তাদের সহযোগীতায় নির্মইল হালিম নগর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ পরিষদ এর ব্যানারে একটি সংগঠন এতদিন পরে হলেও দিবসটি পালনে এগিয়ে এসেছে। রবিবার সকালে সংগঠনের পক্ষথেকে বধ্যভূমি প্রাঙ্গনে একটি বেদি নির্মাণ করে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন, দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও আলোচনা সভার আয়োজন করে।

হালিমনগর বধ্যভূমি সংরক্ষণ পরিষদ এর আহবায়ক রমেন চন্দ্র বর্মন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটি ও বধ্যভূমির লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, একুশে উদ্যাপন পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ডি এম আব্দুল বারী।

অন্যদের মধ্যে সাপাহার উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সাপাহার প্রেসক্লাবের উপদেষ্টা আলতাফুল হক চৌধুরী আরব, নওগাঁ জেলা বাসদ এর সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, নওগাঁ চারণ শিল্পিগোষ্ঠির উপদেষ্টা রতন সাহা রঘু, সম্পাদক এস এম রাসেল সাপাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি তছলিম উদ্দীন, বধ্যভূমির প্রত্যক্ষদর্শী গুলু মুর্ম প্রমুখ।

সভায় বক্তারা বধ্যভূমিটির স্মৃতি সংরক্ষনে এবং শহীদদের বংশধরগনের খোঁজ খবর রাখার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ সকলের সহযোগীতা কামনা করেন। উল্লেখ ১৯৭১সালের ৩০ নবেম্বর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের হালিমনগর গ্রামের অদুরে একটি খাঁড়ির পাশে পাকিস্তানী হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আলবদর এর লোকজন এলাকার মুক্তিকামী নিরিহ ৩৬ আদীবাসীকে ব্রাশ ফায়ার করে হত্যার পর একটি খালে গণকবর দেয়।

(বিএম/এসসি/নভেম্বর৩০,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test