E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বৃদ্ধ বাবাকে মারধর, অভিমানে আত্মহত্যা

২০২৪ নভেম্বর ২২ ১৮:২১:৫০
বৃদ্ধ বাবাকে মারধর, অভিমানে আত্মহত্যা

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সন্তানদের কাছ থেকে প্রতিনিয়ত লাঞ্চনা ও মারধরের শিকার হয়ে অভিমানে বিষপান করে আত্মহত্যা করেছে ৮০ বছরের পিতা সুরেন গাইন। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ৬ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃদ্ধ মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওই দিন দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে নিজ বাড়িতে তার সুরেন গাইনের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। বৃদ্ধ সুরেন গাইন বাগান উত্তরপাড়া গ্রামের মতিলাল গাইনের ছেলে ও দুই পুত্র সন্তানের জনক।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত শনিবার (১৬ নভেম্বর) পারিবারিক বিষয় নিয়ে সুরেন গাইনের সাথে তার দুই ছেলে খোকন গাইন (৪৫) ও প্রদীপ গাইন (৪০) এর কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে দুই ভাই মিলে বৃদ্ধ বাবার গায়ে হাত তোলে। এই কষ্ট সহ্য করতেন। পেরে ওই দিন দিবাগত রাতে সুরেন গাইন ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।

এ অবস্থায় অসুস্থ্য সুরেন গাইনকে পরিবারের লোকজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করে। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিতসক তাকে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ৬ দিন চিকিতসা শেষে গোপালগঞ্জ সদর হাসপাতালে সুরেন গাইন মারা যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, বৃদ্ধ সুরেন গাইন ও তার স্ত্রী আলাদাভাবে দুই ছেলের কাছে থাকতো। এ নিয়ে প্রায়ই দুই সন্তানের সাথে থাকা খাওয়া নিয়ে মা-বাবার ঝগড়া হতো। যার কারণ মাঝে মাঝে দুই ছেলে তাদের মা-বাবাকে মারধর করতো।এই মারধর সহ্য করতে না পেরে সুরেন গাইন বিষপানে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে সুরেন গাইনের দুই ছেলে খোকন গাইন ও প্রদীপ গাইনের কাছে জানতে চাওয়া হলে তারা কোন প্রকার মন্তব্য করতে রাজী হননি।

তবে খোকন গাইনের স্ত্রী সুচিত্র গাইন বলেন, আমার শ্বশুর কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কি কারনে কীটনাশক পান করেন তা আমাদের জানানেই।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

(টিবি/এসপি/নভেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test