E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ, আহত ২ 

২০২৪ নভেম্বর ২৬ ২১:৫৯:১৩
চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ, আহত ২ 

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীকে গ্রেফতার ও জামিন নাকচের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ চলাকালে  পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কোটালীপাড়ার থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ বিক্ষোভকারীকে আটক করেছে।

সোমবার ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে রাতে কোটালীপাড়া উপজেলার রামশীল বাজারে বিক্ষোভ মিছিল করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিক্ষোভ সমাবেশ থেকে আজ মঙ্গলবার দুপুরে ভাঙ্গারহাটে বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষনা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী শ্যামল, রাজিব, মোহন জানান, আজ মঙ্গলবার বিকাল ৩ টার দিকে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়ন থেকে একটি মিছিল ভাঙ্গারহাট বাজারের কাছে এলে পুলিশ বাধা দেয়।

এ নিয়ে পুলিশের সাথে মিছলকারীদের ধস্তাধস্তি হয়। দু’ পক্ষ এখানে বল প্রয়োগের টেষ্টা করে। এ সময় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ (৫০) ওপর হামলা করা হয়। এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা চেরাই কাঠ-ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এএসআই মোবারক হোসেন (৪৯) আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট গ্রামের বিশ্বেশ্বর হালদারের ছেলে অসীম হালদার (৩৩), কলাবাড়ি গ্রামের জতীন অধিকারীর ছেলে দিলীপ অধিকারী (৩৮) ও হিজলবাড়ী গ্রামের শচীন রোনাহা বাড়ৈর ছেলে তুষার বাড়ৈ (৩৭) নামের ৩ বিক্ষোভকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান,এ ঘটনার প্রতিবাদে ও আটক ৩ জনের মুক্তি দাবিতে ভাঙ্গারহাট বাজারে বিকাল ৪ টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ভাঙ্গারহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ভাঙ্গারহাট বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমেবেশে মলয় রায়, অশোক গাইন, সৌরভ মন্ডল, অশোক বিশ্বাস, জয় দত্ত , কৌশল্যা বাগচী প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আটক ৩ জনকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী চলবে।

রাত পৌনে ৯ টার দিকে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিক্ষোভ চলাকালে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমিসহ কোটালীপাড়া থানার অন্যান্য পুলিশ সদস্যরা ভাঙ্গারহাট বাজারে অবস্থান নেই। হঠাৎ করে এক বিক্ষোভকারী পিছন থেকে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে এএসআই মোবারক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে কোটালীপাড়া থানায় আনা হয় ।

এ ব্যাপরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না। আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. বিজন হালদার জানান, আহত ওসি আবুল কালাম আজাদ ও এসআই মোবারক হোসেন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গতকাল সোমবার (২৫ নভেম্বর) বিকেলে গ্রেফতার করা হয়।

(এমএস/এএস/নভেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test