E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাঙ্গালহালিয়াতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

২০২৪ নভেম্বর ২৯ ১৯:০৩:৪৬
বাঙ্গালহালিয়াতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির জেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলা পাড়া এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয় হতে আসা পর্যটকবাহী বাস ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ শিক্ষার্থী নিহত ও ৫ জন আহত হয়েছে। 

নিহত সিএনজি যাত্রী পাইমে মারমা বান্দরবান জেলার সদর উপজেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে অধ্যয়নরত আছেন বলে জানা গেছে তাঁর ব্যবহৃত ব্যাগ হতে আইডি কার্ড সনাক্ত করে।

এদিকে এই ঘটনায় আহত ৪ জন যাত্রী এবং সিএনজি চালককে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা যায় নাই।

আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।

ওসি আরোও জানান, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলা পাড়া এলাকায় চট্টগ্রাম থেকে আসা পর্যটকবাহী বাস ও বাঙ্গালহালিয়া থেকে চন্দ্রঘোনা ফেরিঘাটের দিকে যাওয়া সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১ জন নিহত ও ৫ জন আহত হয়। সিএনজিতে থাকা ৪ জন আহত যাত্রী এবং চালককে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ থানায় আনা হয়েছে এবং পরবর্তীতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে বাসের চালক, হেলপার, ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আনা হয়েছে বলে ওসি জানান। এছাড়া দুর্ঘটনাকবলিত, সিএনজি থানা হেফাজতে আছে বলে জানান ওসি।

(আরএম/এসপি/নভেম্বর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test