E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে ‘বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি-বিজিপি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

২০২৪ নভেম্বর ৩০ ১৫:০৯:৪১
গোপালগঞ্জে ‘বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি-বিজিপি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ‘বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি-বিজিপি’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্ম প্রকাশ করেছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চাপাইল এলাকায় মধুমতি পার্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নবগঠিত এ দলের আহবায়ক মোঃ সাইফুর রশিদ চৌধুরী ।

এ সময় দলের ৩ যুগ্ম-আহবায়ক জুলিয়াছ খান ঠাকুর, শেখ ফরিদ আহমেদ ও মোঃ ইয়ার আলী উপস্থিত ছিলেন। আহবায়ক মোঃ সাইফুর রশিদ চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তাদেরকে কিংস্ পার্টির অংশ হিসাবে বিবেচনা না করে দেশের একটি গণতান্ত্রিক দল হিসাবে উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, বিএনপি মানে খালেদা জিয়া। তারা এই ধারনা থেকে বের হয়ে জনগনের ভোটে নেতা নির্বাচনে প্রতি শ্রুতিবদ্ধ।

রাষ্ট্র সংস্কার ও গনতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ়করনে নতুন ঘোষিত “বিজিপি” দল ৩২ টি প্রস্তাবনাও বাস্তবায়নের ঘোষনা দেয় এ সংবাদ সম্মেলন থেকে।

(এমএস/এএস/নভেম্বর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test