E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

২০২৪ ডিসেম্বর ০৩ ১৬:২১:৩৬
গোপালগঞ্জে আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি : শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযান করা হয়েছে।

‘অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও সমাজসেবা অফিস দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচীরা আয়োজন করে ।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্য দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে ও জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আল আমিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হারুন অর রশীদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. মোঃ আনিসুজ্জামান, ব্র্যাক প্রতিনিধি তপন ভৌমিক, বর্ণ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র আকাশং, মহিলাঙ্গন প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস, অভিভাবক নাজনীন, রাবেয়া খানম, বর্ণ প্রতিবন্ধী স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী পারভেজ শেখ প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশ গ্রহনকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(এমএস/এএস/ডিসেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test