E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সুবর্ণচরে সন্ত্রাসী কায়দায় প্রজেক্টের মাটি ইটভাটায় বিক্রির অভিযোগ

২০২৪ ডিসেম্বর ০৮ ১৭:০৫:৪১
সুবর্ণচরে সন্ত্রাসী কায়দায় প্রজেক্টের মাটি ইটভাটায় বিক্রির অভিযোগ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে মালিকানাধীন প্রজেক্টের মাটি চুরি করে ইট ভাটায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় এক জনকে আসামি করে চর জব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী প্রজেক্টের মালিক মোজাহারুল ইসলাম হেলাল।

গতকাল শনিবার সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চর আমান উল্যাহ গ্রামে এ ঘটনা ঘটে।

থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগী চরবাটা গ্রামের মৃত আমিনুল হকের পুত্র মোজাহারুল ইসলাম হেলাল (৫০) বলেন, চর বজলুল করিম গ্রামের মৃত সিরাজুল ইসলাম মাওলার পুত্র তৌহিদু্ল ইসলাম বিল্পব, চর আমান উল্যাহ গ্রামে অবস্থিত তার ক্রয়কৃত প্রজেক্টে গত ৩/৪ দিন ধরে জোর পূর্বক চুরি করে ইটবাটায় মাটি বিক্রী করে আসছে খবর পেয়ে তিনি বাঁধা দেন। বাঁধা না মেনে আবারও তিনি মাটি বিক্রী করতে থাকেন পরে তিনি চরজব্বর থানায় বিল্পবকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রজেক্টের মালিক হেলালের অভিযোগ পেয়ে সরজমিনে গিয়ে দেখা যায়, একটি ভেকু মেশিন দিয়ে সেখানে মাটি কাটার কাজ চলমান পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারটি খালের কিছু অংশ মাটি দিয়ে ভরাট করে রাখেন।

ভুক্তভোগী হেলাল আরো বলেন, তিনি ২৮০ নম্বর চর আমান উল্যাহ মৌজায় ১৫৪২ নং খতিয়ানে ৩৬৫ নং দাগে ১ একর ৫৩ শতাংশ নাল ভূমি ক্রয় করে পরে তিনি সেটা প্রজেক্ট হিসেবে তৈরী করেন হঠাৎ করে গত ৩/৪ দিন ধরে হেলাল অনাধিকার প্রবেশ করে ৮/১০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে সে প্রজেক্টটের মাটি কেটে বিক্রী করে দিচ্ছেন এ পর্যন্ত প্রায় ৩/৪ লাখ টাকার মাটি বিক্রী করে দেন বলে জানান তিনি সেই সাথে ক্ষতিপূরণসহ উপযুক্ত বিচার দাবী করেন।

অভিযুক্ত হেলালের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি মাটি বিক্রীর কথা স্বিকার করে বলেন, আমি আমার জায়গায় মাটি কেটেছি হেলাল সেটা তার জমি বলে দাবী করছে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, জায়গা জমি সংক্রান্ত বিষয় হলো আদালতের তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

(এসএস/এসপি/ডিসেম্বর ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test