E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপ্তাইয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

২০২৪ ডিসেম্বর ১০ ১৭:৩৯:২২
কাপ্তাইয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

রিপন মারমা, রাঙ্গামাটি : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাঙ্গামাটি কাপ্তাইয়ে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সাড়ে ১১ টায় উপজেলায় হল রুম কিন্নরী'তে বাংলাদেশ মানবাধিকার কমিশন কাপ্তাই শাখা আয়োজনে দিবসটি পালিত হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন সাধারন সম্পাদক ও রূপসী কাপ্তাই নির্বাহী সম্পাদক কাজী মোশারফ হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এসময় তিনি বলেন, আজ বিশ্ব মানবাধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথভাবে দিবসটি পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশনসহ দেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করছে। আমার সকলে মানবাধিকার নিশ্চিত করতে মিলেমিশে কাজ করবো।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ, খ্রীষ্টিয়ান হাসপাতালে পরিচালক ও উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি ডা: প্রবীর খিয়াং, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সম্পাদক ও কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মানবাধিকার কমিশন সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন বাবু, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক ও যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়া, যুগ্ম সম্পাদক বিদর্শন বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক নূর বেগম মিতা, অর্থ সম্পাদক কাওসার জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: জাকির হোসেন, সহকারী শিক্ষা অফিসার আশিষ কুমার, সাংবাদিক চৌধুরী মো: রিপন, রিপন মারমা, এম বাবুল, জয়নাল আবেদীন প্রমূখ।

বক্তব্য শেষে খ্রীষ্টিয়ান হাসপাতাল পরিচালক ও উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি ডা: প্রবীর খিয়াং'কে মানবাধিকার সম্মননা প্রদান করা হয়।

(আরএম/এসপি/ডিসেম্বর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test