E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০২৪ ডিসেম্বর ১২ ১৯:৩৩:১৯
ফরিদপুরে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ‌‌ ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‌ পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর কৃষক দল আয়োজিত সমাবেশ, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর জেলা ও মহানগর কৃষকদের উদ্যোগে কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর জেলা শাখার আহবায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নায়াব ইউসুফ, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন,ঢাকা উত্তরের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ফরিদপুর মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম জহির প্রমুখ।

অনুষ্ঠানে কৃষক দলের নেতৃবৃন্দ ছাড়াও ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সাবেক ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করে তীব্র নিন্দা জানান।

বক্তারা বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে ‌ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বাংলাদেশের ‌সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছেন। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এলে তারা কৃষকদের সকল সুযোগ সুবিধা এবং ন্যায্য অধিকার আদায়ের ব্যাপারে গুরুত্ব দিবেন বলেও সংক্ষিপ্ত সমাবেশে উল্লেখ করা হয়। পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর সিজিল সার্জনের কার্যালয় এর সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এর আগে উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে শহরে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়। এ সময় বিভিন্ন রকম ব্যানার ফেস্টুন ও বাদ্যযন্ত্র সহকারে অনুষ্ঠানে উপস্থিত হয় ফরিদপুরের কৃষক দলের নেতৃবৃন্দ।

(আরআর/এসপি/ডিসেম্বর ১২, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test