E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চাটমোহরে কৃষকলীগ নেতাসহ গ্রেপ্তার ৭

২০২৪ ডিসেম্বর ১৩ ১৮:০৯:৪৭
চাটমোহরে কৃষকলীগ নেতাসহ গ্রেপ্তার ৭

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনের একটা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মৃত আব্দুল গনিত প্রামানিকের ছেলে ও চাটমোহর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান মান্নাফ (৬৮), মথুরাপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আজহার আলী খাঁ (৪৭), চিরইল গ্রামের মৃত খোদাবক্স প্রামানিকের ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম (৬৫), অমৃতকুন্ডা গ্রামের মোহাম্মদ আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৬), বিশ্বনাথপুর গ্রামের মৃত ফয়জা মৃধার ছেলে মকবুল হোসেন (৩৬), আলমনগর গ্রামের আব্দুল আজিজ (৭০) ও তার ছেলে ইদ্রিস আলী (৪৫)।

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এস/এসপি/ডিসেম্বর ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test