E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বরিশালে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

২০২৪ ডিসেম্বর ১৩ ২০:৫১:৩৩
বরিশালে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল নামক এলাকার আরিফ ফিলিং স্টেশনের সামনে শুক্রবার দুপুর দুইটার দিকে বরিশালগামী যাত্রীবাহী লাবিবা পরিবহনের ধাক্কায় পথচারী মফিজুল ইসলাম (৭৫) নিহত হয়েছেন। নিহত মফিজুল ইসলাম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার মৃত সদন আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতির বাসটি পথচারী মফিজুল ইসলামকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হন। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দূর্ঘটনায় কবলিত বাসটি গৌরনদী হাইওয়ে থানা পুলিশ আটক করেছে।

(টিবি/এএস/ডিসেম্বর ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test