E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবির ক্ষতি পূরণের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

২০১৪ ডিসেম্বর ০২ ১০:২২:৩৫
ইবির ক্ষতি পূরণের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র নিহতের ঘটনায় অর্ধশতাধিক বাসে অগ্নি সংযোগ ও বাস ভাংচুর করার ঘটনায় ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে কুষ্টিয়া ও ঝিনাইদহ বাস মালিক এবং শ্রমিকেরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে।

ইবি কর্তপক্ষের ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস পেয়ে সোমবার রাত ১০টায় ধর্মঘট প্রত্যাহার করলে উভয় জেলায় বাস, ট্রাক অন্যান্য যানবাহন চলাচল শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি অফিসে উদ্ভুত পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ এবং কুষ্টিয়া ও ঝিনাইদহ পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইবি ভিসি প্রফেসর আবদুল হাকিম সরকার, প্রোভিসি প্রফেসর শাহিনুর রহমান, রেজিষ্টার ডঃ মসলেম উদ্দিন, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, ঝিনাইদহের জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও পুলিশ সুপার আলতাফ হোসেন, কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরি সভাপতি আতাহার আলী, সহ-সভাপতি আকিল আহমেদ, সাধারন সম্পাদক এস, এম রেজাউল ইসলাম বাবলু, সাবেক সাধারন সম্পাদক আবুল ফজল সেলিম, ঝিনাইদহ বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি পৌর মেয়র সেন্টু, কুষ্টিয়া শ্রমিক ইউনিয়নের সভাপতি স্মরণ, সাধারন সম্পাদক আফজাল হোসেনসহ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আজগর আলী।

বৈঠকে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে একটি ক্ষতিনিরূপন কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ৭ কর্ম দিবসে ক্ষয়ক্ষতি নিরূপন করে তা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের নিকট জমা দেবে এবং সিন্ডিকেট সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহন করবে এবং ক্ষতিগ্রস্ত বাস গুলোর মালিকদের ক্ষতিপুরণ দেয়ার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে। বৈঠকে ক্ষতি পূরনের আশ্বাস পেয়ে রাত ১০টায় কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

রাত ১০টার পর থেকে উভয় জেলায় যানবাহন চলাচল শুরু করে। সোমবার সারাদিন কুষ্টিয়ার আশে পাশে কয়েক হাজার আটকেপড়া যানবাহন চলাচল শুরু করে।

৩০ ঘন্টার পরিবহন ধর্মঘটের ফলে দেশের পশ্চিম-দক্ষিন-উত্তারঞ্চলের মধ্যেকার সড়ক যোগাযোগ সম্পুর্ন বন্ধ হয়ে যায়। সোমবার ভোর থেকেই মটর শ্রমিক ও মালিকদের ধর্মঘটের সমর্থনে শহরের মজমপুর গেটে বিক্ষোভ মিছিল সমাবেশ ও পিকেটিং করতে দেখা গেছে। শ্রমিকদের বিভিন্ন যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টির পাশাপাশি বেশ কয়েকটি ছোট যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে মজমপুর গেটে পত্রিকাবাহি একটি মাইক্রোবাস ভাংচুরের ঘটনা ঘটে। শহরের মজমপুর গেটে ধর্মঘট চলাকালীন জেলার সর্বত্র সব ধরনের যানবাহন চলাচল সম্পুর্ণ বন্ধ ছিল। তবে শহরের অন্যান্য স্থানে রিকসা ভ্যান ও অটো রিকসা চলাচল স্বাভাবিক ছিল।

এদিকে কুষ্টিয়া এবং ঝিনাইদহ শহর এবং শহরতলীর সব স্থানেই অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। কুষ্টিয়া মজমপুরে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতেই শ্রমিকেরা পিকেটিং করলেও পুলিশ কাউকে বাধা দিতে সাহস পায়নি।

(কেকে/এসসি/ডিসেম্বর০২,২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test