E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে ছাত্র অধিকার পরিষদের নেতার ওপর ট্রাফিক পুলিশের হামলা, হাসপাতালে ভর্তি 

২০২৪ ডিসেম্বর ২৩ ১৮:৩৫:২৯
নড়াইলে ছাত্র অধিকার পরিষদের নেতার ওপর ট্রাফিক পুলিশের হামলা, হাসপাতালে ভর্তি 

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লোহাগড়া উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো:  মাহিন আহম্মদ রাব্বি (২৪)'র  ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। আহত রাব্বি বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত রাব্বির চাচা মো: জসিম উদ্দিন বাদী হয়ে অভিযুক্ত ট্রাফিক পুলিশ সদস্যসহ ৪ জনের নামে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাব্বি গণমাধ্যমকর্মীদের জানান, দীর্ঘ ১৭ বছর ধরে প্রতিপক্ষের লোকজনদের সাথে জমির সীমানা সংক্রান্ত বিরোধ চলছে। এর জের ধরে আজ সোমবার সকালে উপজেলার ইতনা ইউনিয়নের উত্তর লংকারচর গ্রামের মৃত সিরাজুল ইসলাম জনুর ছেলে ট্রাফিক পুলিশ সদস্য নাসির শেখ পলাশের নেতৃত্বে তার ভাই শিক্ষক কামাল শেখ টিটন, ইমরান শেখ লিটু, ট্রাফিক পুলিশ সদস্য নাসির উদ্দীন পলাশের ছেলে সাবিক শেখসহ ৭/৮ জনের একদল দূর্বৃত্ত রামদা, ছ্যানদা, লাঠিসোঁটা নিয়ে রাব্বির ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। আহত রাব্বিকে এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আহত রাব্বি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত রাব্বি অভিযোগ করে আরও বলেন, অভিযুক্ত ট্রাফিক পুলিশ সদস্য নাসির শেখ পলাশ ও তার ভাই শিক্ষক কামাল শেখ টিটনের নামে লোহাগড়া থানায় একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলা নং-জিআর ১৩০/২৪।

এ ব্যাপারে অভিযুক্ত নাসির শেখের মোবাইল ফোনে ( ০১৯৩১-০৫১৭৪৪) যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। বর্তমানে তিনি যশোর ট্রাফিক পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ছাত্র নেতার ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হচ্ছে।

এদিকে ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক রাব্বির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন
নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

(আরএম/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test