E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'স্যার আমাকে অন্তত ৩ মাসের সাজা দিয়ে জেলে পাঠান'

২০১৪ ডিসেম্বর ০৪ ১৭:১২:১৩
'স্যার আমাকে অন্তত ৩ মাসের সাজা দিয়ে জেলে পাঠান'

নওগাঁ প্রতিনিধি : “স্যার আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই। এজন্য আমাকে অন্তত তিন মাসের সাজা দিয়ে জেলে পাঠান। জেল থেকে আমি যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারি”। আদালতের কাছে ঠিক এমনই মিনতি ছিল নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি গ্রামের মৃত লবির উদ্দিনের ছেলে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী খ্যাত আওরঙ্গজেব ওরফে জেবুর (৪০)। শীর্ষ মাদক বিক্রেতা হিসেবে উপজেলার দেলুয়াবাড়ি এলাকার সর্বস্তরের মানুষ এক নামে তাকে চেনেন।

তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। ভ্রাম্যমান আদালতের দেয়া রায়ে একাধিকবার সাজাও ভোগ করেছেন তিনি। চিহ্নিত মাদক ব্যবসায়ি হিসেবে নাম রয়েছে থানা পুলিশের তালিকায়। ব্যবসা করতে গিয়ে এক সময় নিজেও মাদকে আসক্ত হয়ে পড়েন। এই মাদক বিক্রেতা জেবু স্বাভাবিক জীবনে ফিরতে চান। তিনি উপজেলার পুলিশের মাদক বিরোধী অভিযানে ভীতসন্ত্রস্ত হয়ে বুধবার স্বেচ্ছায় থানা পুলিশের কাছে আত্মসমর্পন করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে নেয়া হয়। আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদেকুর রহমান তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মাদক বিক্রেতা জেবু নিজেই আদালতের নিকট তিন মাসের সাজা চেয়ে নেন। এসময় ভ্রাম্যমান আদালতে জেবুর স্ত্রী নুরজাহান বেগম ও ভাই আজম উপস্থিত ছিলেন। স্ত্রী নুরজাহান বেগম জানান, স্বামী জেবু মাদক বিক্রির কারণে এলাকার লোকজন সকলেই তাদের ঘৃণার চোখে দেখেন। মাঝে মধ্যেই পুলিশ তাদের বাড়িতে হানা দেয়। সেসময় ছোট ছোট ছেলে-মেয়েদের কাছে চরম অপরাধী বলে মনে হয়। ছেলে-মেয়েদের কথা ভেবে তাই স্বামীকে অনেক বুঝিয়ে সুজিয়ে এ পথ থেকে ফেরানোর চেষ্টা করি। অবশেষে রাজি হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, জেবু দেলুয়াবাড়ি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ২০০৫ সালে একটি, ২০১২ ও ২০১৩ সালে একটি করে মামলা রয়েছে। এছাড়া ২০১২ সালে ভ্রাম্যমান আদালত তিন মাসের কারাদন্ড এবং ২০১৩ ও ২০১৪ সালে পৃথক দুটি ঘটনায় তাকে ১৫ দিন করে সাজা প্রদান করে। ওসি আরো জানান, উপজেলা ব্যাপি মাদক বিরোধী অভিযানে ভীতসন্তস্ত্র হয়ে জেবু আত্মসমর্পন করে।

(বিএম/পি/ডিসেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test