E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর বদলগাছীতে ক্লিনিকে ডাক্তার নেই চলছে চিকিৎসা

২০১৪ ডিসেম্বর ০৪ ১৭:২০:২৯
নওগাঁর বদলগাছীতে ক্লিনিকে ডাক্তার নেই চলছে চিকিৎসা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে একটি প্রাইভেট ক্লিনিকে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারনে রোগীরা চরম দূর্ভোগে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে উদাসীন। উপজেলা সদরের সরকারী হাসপাতাল সংলগ্ন জাহানারা ক্লিনিকে এমন দূরাবস্থা চোখে পড়ায় সচেতন মহল ক্ষুব্ধ। তথ্য অনুসন্ধানে জানা গেছে, সরকারী নিয়ম নীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে এই প্রাইভেট ক্লিনিকটি পরিচালনা করছেন এলাকার আনোয়ার হোসেন নামে প্রভাবশালী এক ব্যক্তি। এই ক্লিনিকটির কোন লাইসেন্স নেই বলেও জানা গেছে। এই ক্লিনিকটি চলছে ভাড়া করা ডাক্তার দিয়ে।

ডাক্তার নেই, নার্স নেই, এ্যাম্বুলেন্স নেই, মান সম্পন্ন অপারেশন থিয়েটার (ওটি) নেই, এক্সরে মেশিন নেই, আলট্রাসোনোগ্রাফী মেশিনও নেই। এমন কি রোগীদের জন্য ভাল বেড পর্যন্ত নেই। এত কিছু না থাকার পরেও জাহানারা ক্লিনিকে প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে উপজেলার অনেক অসহায় দরিদ্র পরিবারের রোগীরা চিকিৎসার নামে অপচিকিৎসায় হাজার হাজার টাকা গচ্ছা দিচ্ছে। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এ ক্লিনিকে গাইনী বিভাগের কোন অভিজ্ঞ ডাক্তার না থাকলেও সেখানে প্রায় প্রতিদিনই গর্ভবতী মায়েদের সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারী এবং এ্যাপেন্ডিসাইটিক্সসহ অন্যান্য জটিল ও কঠিন অপারেশন করা হয়ে থাকে। ওইসব অপারেশনের পর কোন রোগীর বড় সমস্যা সৃষ্টি হলে ভাড়া করা মাইক্রো বাস বা অন্য কোন যানবাহন করে নওগাঁ সদরের বিভিন্ন ক্লিনিকে বা হাসপাতালে পাঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিভিন্ন রোগে আক্রান্ত এ ক্লিনিকে চিকিৎসায় থাকা উপজেলার আরচা গ্রামের রহিদুলের স্ত্রী অনিকা বেগম, কসবা গ্রামের এফাদুলের স্ত্রী ডলি বেগম, ব্যাসপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে মাইনুল জানান, ক্লিনিক মালিক আনোয়ার হোসেন ও তার লোকজন তাদেরকে এই বলে আশ্বাস দেয় যে, এখানে প্রতিনিয়ত একজন এমবিবিএস ডাক্তার, একজন গাইনি বিভাগের অভিজ্ঞ মহিলা ডাক্তার, একজন সার্জন এবং সর্বাক্ষণিক রোগীদের সেবা দেয়ার জন্য ৪ জন অভিজ্ঞ নার্স রয়েছে। কিন্তু এমন কথা বলা হলেও বাস্তবে এসবের একটিও নেই। এমনকি বেড, টয়লেট এবং বাথরুম গুলোর অবস্থা বেহাল। এ ক্লিনিকে অভিজ্ঞতার সার্টিফিকেট বিহীন কর্মরত রেশমা বেগম নামে একজন নার্স রয়েছে। এ নার্স জানায়, এ বিষয়ে তার কোন অভিজ্ঞতার সনদ না থাকলেও সে এ ক্লিনিকে প্রাকটিক্যাল কিছু কাজ করার ফলে তার অভিজ্ঞতা হয়েছে। এ ব্যাপারে ক্লিনিক মালিক আনোয়ার হোসনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গনমাধ্যমকে বলেন, সরকারী নিয়মনীতি মেনেই তিনি তার প্রাইভেট ক্লিনিকটি পরিচালনা করে আসছেন। ক্লিনিকটিতে এমবিবিএস ডাক্তারসহ নানা সমস্যার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এ ব্যাপারে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, এ বিষয়ে নওগাঁ জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলে এ ক্লিনিকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(বিএম/পি/ডিসেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test