E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় জমে উঠেছে শীতের বাজার

২০১৪ ডিসেম্বর ০৪ ১৮:৪০:১৭
সিংড়ায় জমে উঠেছে শীতের বাজার

সিংড়া প্রতিনিধি : আবহাওয়ার পরিক্রমায় দুয়ারে কড়া নাড়ছে শীত। বিকেল হলেই বদলে যাচ্ছে তাপমাত্রা। শীতের পরশ লাগছে গায়। শীত মোকাবেলা করার জন্য ইতোমধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুুতি। বাজারে এসেছে গরম কাপড়। থরে থরে সাজিয়ে রাখা হয়েছে ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণীবিতানগুলোতে। তবে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীর লক্ষ্য করা যাচ্ছে।

বৃহস্পতিবার সিংড়া পৌর শহরের বাসস্ট্যান্ড, কলেজগেট, জয়বাংলামোড়, থানার মোড় ও বিপণীবিতানগুলো ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, শীতের কাপড়ের দাম ও মান দোকানভেদে একেক রকমের। নতুন কাপড়ের দাম বৃদ্ধি পাওয়ায় পুরনো কাপড়ের দোকানের দিকে ক্রেতারা ঝুঁকে পড়েছে। ফুটপাতের দোকানগুলোতে এসব কাপড় বিক্রি হচ্ছে ৩০ থেকে ৭৫০ টাকায়। টুপি ৩০ থেকে ৮০ টাকার মধ্যে। পায়জামা পাওয়া যাচ্ছে ৬০ থেকে ১২০ টাকায়। ট্রাউজার ৮০ থেকে ১৭০ টাকায়। জ্যাকেট মান ভেদে ২৫০ থেকে ৭৫০ পর্যন্ত। তবে বিপণীবিতানগুলোতে এই দাম একটু বেশি। সেখানে সুয়েটার ও ব্লেজার বিক্রি হচ্ছে ৭০০ থেকে ২৫০০ টাকায়। টুপি ১২০ থেকে ২০০ টাকার মধ্যে। ট্রাউজার ২৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। ছোট বাচ্চাদের কাপড়ের জুতো বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। জ্যাকেট মান ভেদে ১০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। ফুটপাতের দোকানগুলোতে পণ্য ক্রয় করার সময় কথা হয় বেশকয়েকজন ক্রেতার সাথে তারা জানায়, স্বল্প আয়ের মানুষ হিসেবে ফুটপাতের দোকানগুলোই তাদের শেষ ভরসা। ভালো কিছু কাপড় পাওয়া যায় এসব ফুটপাতের দোকানগুলোতে। রঙ্গ বেরংয়ের হাজারো পোশাকের মধ্য হতে মিলিয়ে নিচ্ছেন তাদের পছন্দের পোশাক।


(এমএমএএআর/পি/ডিসেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test