E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়ায় আইএইচটি ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

২০১৪ ডিসেম্বর ০৪ ২২:৩৮:২০
১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়ায় আইএইচটি ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি: ১০ দফা দাবি আদায়ের লক্ষে বগুড়ার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় সম্মিলিত মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে বগুড়ায় আইএইচটি’র ছাত্র-ছাত্রীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে বরিশাল আইএইসটি’র শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি আইনুল হাসান। বক্তব্য রাখেন মানিক উদ্দীন, ফিরোজ রেজা, নাহিদুজ্জামান প্রমুখ।

সমাবেশ থেকে তারা ১০ দফা দাবি পূরন করতে সরকারের প্রতি আহবান জানান। দাবি মানা না হলে সামনে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে সমাবেশ থেকে জানানো হয়।

(এএসবি/এসসি/ডিসেম্বর০৪,২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test