E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাতলায় সেবা মেলায় বন্যা দূর্গতদের জন্য উপকরণ ও  নগদ অর্থ বিতরণ

২০১৪ ডিসেম্বর ০৪ ২৩:২২:০৬
সোনাতলায় সেবা মেলায় বন্যা দূর্গতদের জন্য উপকরণ ও  নগদ অর্থ বিতরণ

বগুড়া প্রতিনিধি: বৃহস্পতিবার বেলা ১০ টায় সোনাতলার জোড়গাছায় গ্রাম বিকাশ সংস্থার আয়োজনে, ইউএসএইডের অর্থায়নে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।

পাশাপাশি একই অনুষ্ঠানে কানাডিয়ান মানবিক সহায়তা ফান্ডের অর্থায়নে বন্যা দূর্গতদের জন্য সহায়তা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা মূলক কার্যক্রম, উপকরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানীর সভাপতিত্বে উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা অলিউল রহমান,মেডিক্যাল অফিসার ডা.কামরুল হাসান রবিন, কেয়ার বাংলাদেশ, বগুড়া’র ওয়্যার হাউজ ম্যানেজার সালাহ্ উদ্দিন আহম্মেদ,কেয়ার বাংলাদেশ, সোনাতলা টিম অফিসের প্রোগ্রাম অফিসার হাবিবা খাতুন, জিবিএস সৌহার্দ্য-২ কর্মসূচী, সোনাতলা অফিসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মলয় কুমার সরকার,কমোডিটি অফিসার জহুরুল ইসলাম, টেকনিক্যাল অফিসার জহুরা খাতুন, আবিদা সুলতানা নিশি, জিয়া ইসলাম, ফিন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার কামরুজ্জামান।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জিবিএস সোনাতলা অফিসের অফিস সহকারী আরিফুর রহমান। সেবা মেলায় একতা আইজিএ, একতা দল,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রাণিসম্পদ বিভাগ, মৎস্য বিভাগ,কৃষি বিভাগ,সৌহার্দ্য-২ কর্মসূচি, জিবিএস সোনাতলা অফিস,উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ,প্লান বাংলাদেশ, সূর্য্যরে হাসি ক্লিনিক, ভূমি অফিস এবং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র অংশগ্রহন করে এবং সেবাদানের পদ্ধতি সম্পর্কে আগত জনগণকে অবহিত করে। অনুষ্ঠানে ১৪ উপকারভোগী পরিবারের মাঝে পরিবার প্রতি দুটি গাঁয়ে মাখা সাবান, দুটি কাপড় কাঁচা সাবান, ১০ প্যাকেট খাবার স্যালাইন ও নগদ ১৮০০ টাকা প্রদান করা হয়।

(এএসবি/এসসি/ডিসেম্বর০৪,২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test