E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুপচাঁচিয়া পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগ নেতার মনোনয়নপত্র বাতিল

২০১৪ ডিসেম্বর ০৪ ২৩:২৬:৪৬
দুপচাঁচিয়া পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগ নেতার মনোনয়নপত্র বাতিল

বগুড়া প্রতিনিধি:বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দিনে একজন মেয়র ও একজন সাধারণ কাউন্সিলর প্রার্থী বাদ পড়েছেন। তফসিল মোতাবেক বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করা হয়।

বাদ পড়া মেয়র প্রার্থী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম।আগামী ১২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী জানান, মেয়র পদে প্রার্থী এনামুল হক এর আয়করের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র নেই এবং বিসিআইসি ডিলার হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়াও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম ঋণখেলাপি থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ফলে দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদিন।

(এএসবি/এসসি/ডিসেম্বর০৪,২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test