E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এলাকায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রবাসী বিএনপি নেতা তুহিন মোল্যা

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৮:১৬:৩৮
এলাকায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রবাসী বিএনপি নেতা তুহিন মোল্যা

রূপক মুখার্জি, নড়াইল : দীর্ঘ এক যুগ পর সূদুর লন্ডন থেকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার নিজ বাড়িতে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা মো: তুহিন মোল্যা। এ সময় তাকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ফুল দিয়ে বরণ করে নেন। 

আজ মঙ্গলবার সকালে লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লাহুড়িয়া গ্রামের মো. মালেক মোল্লার ছেলে প্রবাসী বিএনপি নেতা তুহিন মোল্লা ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়ার মধুমতী সেতুর পশ্চিম প্রান্তে এসে পৌঁছালে হাজার হাজারো অপেক্ষমান দলীয় নেতা-কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এরপর সেখান থেকে দলীয় নেতা কর্মী ও সমর্থকরা মোটরসাইকেলের বহর নিয়ে লোহাগড়া শহরে প্রবেশ করেন। এ সময় কুন্দশী এবং লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় নেতাকর্মীরা তাকে সংবর্ধনা প্রদান করেন। এরপর মোটরসাইকেলের বহরটি তার নিজ এলাকা লাহুড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তুহিন মোল্যা বলেন, 'আমি দীর্ঘদিন পর দেশের মাটিতে এসেছি। আমি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে দেশে আসতে পারিনি। ফ্যাসিস্টদের হাত থেকে দেশ এখন স্বাধীন হয়েছে। যারা জাতীয়তাবাদী দল বিএনপির নির্যাতিত নেতাকর্মী রয়েছে, তাদেরকে নিয়ে আমি আবারো রাজপথে থাকতে চাই। আমি দীর্ঘ ১২ বছর পর আমার মায়ের মুখ দেখবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শামসুল হক আজাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জি এম মাহমুদুল হাসান মিল্টন, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল ফকির, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো: রিজাউল আলম, বিএনপি নেতা বাবুল মোল্যা, নাজিম উদ্দীনসহ প্রমূখ।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test