E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মৌলভীবাজারে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ০০:৪১:৩৩
মৌলভীবাজারে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

মো: আল-আমিন, শ্রীমঙ্গল : মৌলভীবাজারে অবৈধ বিদেশি সিগারেট জব্দে যৌথ অভিযান চালিয়েছে কাস্টমস ও পুলিশ।  বুধবার (১২ ফেব্রুয়ারী)  দুপুর সোয়া ২টায় মৌলভীবাজারের পশ্চিম বাজারের পুরাতন হাসপাতল রোড এবং কুদরত উল্লাহ রোডে এ অভিযান চালানো হয়। এ সময় দেশীয় উৎপাদিত অবৈধ সিগারেট ও বিদেশি সিগারেট জব্দ করা হয়।

জানা গেছে, যৌথ অভিযানে ৩২ হাজার শলাকা দেশীয় উৎপাদিত অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। এছাড়াও অভিযানে ফিউচার কিংস, ফিউচার কিংস স্পেশাল ব্লু, মানসুন, পোলো, ভার্জিন, ওরিস সুইচ মেনথল অরেঞ্জ, ওরিস সিলভার, ওরিস পালস, ওরিস পান্ডা, ওরিস ইনটেনস মোজিটো, ওরিস ফ্যাশন, মন্ড স্ট্রবেরি, মন্ড গ্রিন অ্যাপল, এক্সএসও ব্ল্যাক ফ্রুটস অ্যাপল মিন্ট, এক্সএসও ব্ল্যাক ফ্রুটস স্ট্রবেরি, এলিগ্যান্স স্ট্রবেরি, লুভিন স্ট্রবেরি, লুভিন প্যান মাসালা, লুভিন চকোলেট, লুভিন গাম মিন্ট, লুভিন সোর অ্যাপল, ৩০৩ এসএস ব্রাউন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

কাস্টমস এর মৌলভীবাজার সদর সার্কেল এর রাজস্ব কর্মকর্তা এবিএম রেজাউল হক বলেন, জব্দ কৃত বিদেশি সিগারেটগুলো চীনসহ বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। অবৈধ পথে আনার এর মুল্য নির্ণয় করা দুরহ। এ ঘটনায় মামলা ও সিগারেটগুলো ধ্বংসের জন্য রাখা হয়েছে বলে জানান এই রাজস্ব কর্মকর্তা।

(এএ/এএস/১৩ ফেব্রুয়ারি, ২০২৫)

পাঠকের মতামত:

২১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test