E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিবন্ধনে কার্যক্রমে আবারো শ্রেষ্ঠ উপজেলা গৌরনদী

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৮:২৭:২৯
নিবন্ধনে কার্যক্রমে আবারো শ্রেষ্ঠ উপজেলা গৌরনদী

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে লক্ষমাত্রা পূরনে অসামান্য অবদান রাখায় জেলার দশ উপজেলার মধ্যে দ্বিতীয়বারের মতো গৌরনদী উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় শেষে গৌরনদী উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে ঘোষনা করে নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খানের হাতে শ্রেষ্ঠত্বর সনদ তুলে দিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ।

আজ সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও উদ্যোক্তাগণের পরিশ্রমের কারনে গৌরনদীকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে আসা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি পেলে কাজের প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। সকলের সহযোগিতায় গৌরনদীকে সর্বত্র শ্রেষ্ঠত্বেরস্থানে নিয়ে যেতে চাই।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউএনও আবু আবদুল্লাহ খান গৌরনদী উপজেলায় যোগদানের পর থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বেগবান করতে সংশ্লিষ্টদের নিয়ে উদ্বুদ্ধকরণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেন। এছাড়াও বিভিন্ন সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে তিনি সকল শ্রেণী ও পেশার মানুষকে সঠিক সময়ে নিবন্ধন করতে উৎসাহিত করে আসছেন। যেকারনে জেলার দশ উপজেলার মধ্যে দ্বিতীয় বারের মতো গৌরনদী উপজেলা প্রথমস্থান অধিকার করতে সক্ষম হয়েছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test