E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ কুষ্টিয়া চিনিকলের আখ মাড়াই উদ্বোধন

২০১৪ ডিসেম্বর ০৫ ১৫:০৯:৩১
আজ কুষ্টিয়া চিনিকলের আখ মাড়াই উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া চিনিকলের গোডাউনে তিন মৌসুমের প্রায় ৮হাজার মেট্রিক টনের ৩০ কোটি টাকার চিনি মজুদ রেখে চলতি বছরের মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।

আজ শুক্রবার বিকেল ৪টায় মিলের কেনকেরিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই মৌসুম উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও খোকসা উপজেলা চেয়ারম্যান সদরউদ্দিন খান।


আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আহসান সিদ্দিক।

মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আহসান সিদ্দিক জানান ২০১৪-১৫ আখ মাড়াই মৌসুমের জন্য ৯০হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য মাত্রা ধার্য করা হয়েছে। ইতিমধ্যে মাড়াই মৌসুমের জন্য সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। তিনি মাড়াই মৌসুমের প্রাক্কালে মিলের চাষী, শ্রমিক-কর্মচারী, কর্মকর্তাসহ সকল মহলের সহযোগিতার পাশাপাশি দোয়া কামনা করেছেন।

(কেকে/এএস/ডিসেম্বর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test