E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মাহাত্মা গান্ধী ছিলেন নিবেদিত প্রাণ’

২০১৪ ডিসেম্বর ০৫ ১৬:২৯:৫৮
‘মাহাত্মা গান্ধী ছিলেন নিবেদিত প্রাণ’

নওগাঁ প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মিজান উদ্দিন বলেছেন, মাহাত্মা গান্ধী সাধারণ মানুষের কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ। সাম্রাজ্যবাদের জাঁতাকলে নিষ্পেষিত মানুষদের মুক্ত করতে তিনি ছিলেন বদ্ধপরিকর। তাই  ভারতবর্ষকে ইংরেজ সাম্রাজ্যবাদের দখলমুক্ত করতে যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, তা ছিল এক মাইল ফলক। সাম্প্রদায়িকতার উর্ধে থেকে হিন্দু-মুসলিম সকলকে সঙ্গে নিয়ে মহাত্মা গান্ধী আন্দোলন করে ভারতবর্ষকে দখলমুক্ত করেছিলেন। তাঁর অবদান আমাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে।

মহাত্মা গান্ধীর নামে নওগাঁর আত্রাইয়ে এই গান্ধী আশ্রম তাঁকে গর্বিত ও আনন্দিত করেছে বলে উল্লেখ করেন তিনি। শুক্রবার দুপুর ১২ টার দিকে নওগাঁর আত্রাইয়ে বঙ্গীয় রিলিফ কমিটি (গান্ধী আশ্রম) আয়োজিত এক উন্নয়ন মূলক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

গান্ধী আশ্রমের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মি. সন্দীপ মিত্র। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা সাবেক এমপি মো. ওহিদুর রহমান, বরেন্দ্র বান্ধবের আহবায়ক তপন কুমার সেন, সংস্থার জেনারেল সেক্রেটারী ডাঃ নিরঞ্জন দাস, সহকারী অধ্যাপক দ্বীন মোহাম্মদ, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন, বরুণ কুমার সরকার প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাংবাদিক ফরিদুল আলম পিন্টু। পরে ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং এখানে আরও উন্নয়ন মূলক কর্মকান্ডে ভারতের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে অতিথিরা আত্রাইয়ের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি পরিদর্শন করেন।

(বিএম/এএস/ডিসেম্বর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test