E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আপনাদের সহযোগিতায় ফরিদপুরে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করতে চাই’

২০২৫ মার্চ ১৩ ১৯:১৫:৫৭
‘আপনাদের সহযোগিতায় ফরিদপুরে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করতে চাই’

দিলীপ চন্দ, ফরিদপুর : ‘আপনাদের সহযোগিতায় ফরিদপুরে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করতে চাই। আমার কোন ভুল থাকলে ধরিয়ে দেবেন, জাতীয় ভিটামিন 'এ’ প্লাস  ক্যাম্পেইন একটি জাতীয়কর্ম সূচি। শিশুদের নানা রোগ প্রতিরোধের ক্ষেত্রে অনেক কাজ করে এটি। ফরিদপুর জেলায় ১৯ শত কেন্দ্র রয়েছে আমাদের ফরিদপুর পৌরসভায় কর্মী কম থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন তারপর আমরা চেষ্টা করছি প্রত্যেকটি গ্রাম শহর ঘরে ঘরে এই সেবাটি শিশুর সুরক্ষায় পৌঁছে দিতে।’

তিনি ভিটামিন এ প্লাস বিষয়ে চীনের উদ্ধৃতি দিয়ে বলেন, তাদের শারীরিক গ্রোথ এক সময় একেবারেই ছোট ছিল কিন্তু এই ভিটামিন এ প্রয়োগের পর তাদের দেহের সুস্থতা ও আকার উন্নয়ন হয়েছে। এই ঔষধে কোন ক্ষতিকারক বিষয় নেই আংশিক বমি হতে পারে আবার নাও পারে এটা নিয়ে কেউ যেন রিউমার অপপ্রচার ছড়িয়ে না দেয়, তাহলে আমাদের এত বড় গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি বাস্তবায়নে বাধাগ্রস্ত হবে। আমরা সাংবাদিকদের সহযোগিতায় দেশ ও মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যেতে চাই।

আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য বিভাগের সভা কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় উল্লেখিত কথাগুলো বলেন, ফরিদপুরের সিভিল সার্জন।

এ সময় এ কর্মশালায় নানা বিষয় নিয়ে কথা বলেন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সহ-সভাপতি সঞ্জীব দাস, দৈনিক নয়া দিগন্ত এর হারুন আনসারী রুদ্র, প্রথম আলোর পান্না বালা, কালের কন্ঠের নির্মলেন্দু চক্রবর্তী শংকর, প্রেসক্লাবের প্রচার প্রকাশনা সম্পাদক, আবিদুর রহমান নিপু, ইনডিপেন্ট টেলিভিশনের মাসুদুর রহমান তরুণ, সময় টেলিভিশনের বিকে শিকদার সজল, প্রথম আলোর ফটোসাংবাদিক আলিমুজ্জামান সহ জেলার কর্মরত সাংবাদিকরা।

(ডিসি/এসপি/মার্চ ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test