E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজস্থলীর অসহায় পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন

২০২৫ মার্চ ১৩ ২০:০৯:৩১
রাজস্থলীর অসহায় পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর তত্বাবধানে রাজস্থলী উপজেলার দূর্গম মিতিংগাছড়ি আগারপাড়া এলাকার হতদরিদ্র বিধবা কিমারুং ত্রিপুরা এবং মিতিংগাছড়ি পাড়া এলাকার গৃহহীন হান্তিনা ত্রিপুরাকে সেনাবাহিনী কর্তৃক বসত ভিটায় নতুন ২টি গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে একটা ভাল ঘরের অভাবে রৌদ্র, বৃষ্টি ও শীতের তীব্রতায় কষ্ট পাওয়া অসহায় দুই পাহাড়ি পরিবারকে কাপ্তাই সেনা জোন হতে তৈরি করে দেওয়া নতুন ঘর পেয়ে আনন্দে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর লক্ষে কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় কাপ্তাই সেনা জোন প্রত্যন্ত দূর্গম এলাকায় গৃহহীন মানবেতর জীবন যাপনকারীদের অসাহায়ত্বের কথা বিবেচনা করে কাপ্তাই সেনা জোন এই মহতি উদ্যোগ গ্রহণ করেন।

কাপ্তাই সেনা জোন মিতিংগাছড়ি এলাকা ছাড়াও জোনের আওতাধীন গৃহহীন আরো ১২/১৪ টি পরিবারের ঘর নির্মানের উদ্যোগ নিয়েছে। অদূর ভবিষ্যতেও পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী হত দরিদ্রদের পাশে থাকবে বলে জানিয়েছেন কাপ্তাই সেনা জোন অধিনায়ক।

(আরএম/এসপি/মার্চ ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test