E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমাজ নির্মাণে ফটো সাংবাদিকরা অবদান রাখছে

২০১৪ ডিসেম্বর ০৬ ২০:১৭:০২
সমাজ নির্মাণে ফটো সাংবাদিকরা অবদান রাখছে

বগুড়া প্রতিনিধি : বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম বলেছেন, সুস্থ্য সমাজ বিনির্মাণে প্রশংসনীয় অবদান রাখছেন ফটো সাংবাদিকরা। জীবন ঘনিষ্ট ছবি তুলে সুস্থ্য সমাজ গঠনে তারা কাজ করেন। উন্নয়ণ সাংবাদিকতায় ফটো সাংবাদিকরা ভূমিকা পালন করেন।

তিনি বলেন, ফটো সাংবাদিকদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে। সৃজনশীলতার মাধ্যমে সমাজের চিত্র ক্যামেরায় বন্দি করতে হবে।

শনিবার বেলা ১১ টায় বগুড়ার বিআইআইটি সেমিনার হলে দৃক নিউজের সহায়তায় ৩দিন ব্যাপী ‘ফটোগ্রাফি ওয়ার্কশপ ফর ফটোগ্রাফার’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

বগুড়া ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এএইচএম আখতারুজ্জামান, দৈনিক জনকন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার সমুদ্র হক ও প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান রোটারিয়ান মোস্তাফিজুর রহমান।

প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র ফটো সাংবাদিক শফিউল আজম কমল, ঠান্ডা আজাদ ও শফিকুল ইসলাম শফিক। উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর ও বিআইআইটি’র প্রধান প্রশাসনিক কর্মকর্তা রাকিব হাসান জুয়েল।

কর্মশালায় অংশগ্রহণ করেন ফটো সাংবাদিক আসাফউদৌলা ডিউক, বজলুর রশিদ সুইট, শাহিনুর রহমান বিমু, সাইফুল ইসলাম, জেডএ মিলন, সঙ্গীত রায় বাপ্পী, আমিনুল ইসলাম শ্রাবণ, আব্দুর রহিম, সোয়েল রানা, আব্দুল লতিফ, ফরহাদ শাহী, লিটন, নুর ইসলাম বিপ্লব, আল মুমিন, জিমি দাস, সাব্বির হাসান, আরিফ জাহান, রানা, আল আমিন, মামুন প্রমুখ।

(এএসবি/এটিআর/ডিসেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test