E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছিনতাইকৃত সিএনজি রাজশাহী থেকে উদ্ধার : গ্রেফতার ৩

২০১৪ ডিসেম্বর ০৭ ২০:৪০:৪২
ছিনতাইকৃত সিএনজি রাজশাহী থেকে উদ্ধার : গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দেলুয়াবাড়িতে চালক জিয়াউর রহমান জিরু (৩৫ )কে খুন করে ছিনতাইকৃত সিএনজি রবিবার সকালে রাজশাহী শহরের ষ্টেশন রোড থেকে উদ্ধার করেছে নওগাঁর ডিবি পুলিশ।

সেইসঙ্গে ওই চোরাই সিএনজি কিনতে আসা রাজশাহী শহরের আলুপট্টির ফিরোজ হোসেন পাপ্পু (২৩), দরগাপাড়ার পিয়ারুল ইসলাম পাপ্পু (২২) ও বড়কুঠির তন্ময় ইসলাম (২১) কে গ্রেফতার করে নওগাঁয় নিয়ে আসা হয়েছে। গত ১৬ আগষ্ট দিনগত রাতে যাত্রীবেশী ছিনতাইকারীদল ভাড়ায় সিএনজিতে উঠে মান্দার দেলুয়াবাড়িতে চালক জিয়াউর রহমানকে খুন করে সিএনজি ছিনতাই করে নিয়ে যায়। নওগাঁর পুলিশ সুপার মোঃ কাইয়ুমুজ্জামান খানের নির্দেশনায় ডিবির এসআই শহীদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এছাড়া ২৮ নবেম্বর নওগাঁ সদরের ঠেংভাঙ্গা মোড় থেকে চালক আজমল হোসেনকে মারপিট করে ফেলে রেখে সিএনজি ছিনতাই করলে পরবর্তীতে বদলগাছী থানার পুলিশ ৩ আসামীসহ সিএনজিটি উদ্ধার করে।

দুই ডাকাতের স্বীকারোক্তিমুলক জবানবন্দী

অপরদিকে জেলার মহাদেবপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামের সংখ্যালঘু প্রদীপ চন্দ্র সমাজদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে ২ জন ডাকাত ঘটনার সঙ্গে নিজেদের জড়িত করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। এরা হলো, উপজেলার ফাজিলপুর মোল্লাপাড়ার মৃত আলী সরদারের পুত্র আবেদ আলী (৩৫) ও নাটশাল গোপালপুরের আব্দুল মজিদের পুত্র সাইফুল ইসলাম। রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-৩ এ তাদের হাজির করানো হলে তারা ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক ডাকাতির ঘটনায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল হান্নান জানিয়েছেন।


(বিএম/পি/ডিসেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test