E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সারিয়াকান্দির মানুষের খোঁজ খবর নিচ্ছেন আ’লীগনেতা শাহী সুমন

২০১৪ ডিসেম্বর ০৭ ২১:১৭:১২
সারিয়াকান্দির মানুষের খোঁজ খবর নিচ্ছেন আ’লীগনেতা শাহী সুমন

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের খোঁজ খবর নিচ্ছেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন। এলক্ষে শুরু করেছেন মতবিনিময় সভা। সাধারণ মানুষের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই এই সভা বলে জানান আলমগীর শাহী সুমন। রবিবার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুরে সাবেক ইউপি সদস্য  মিন্টু মিয়ার সভাপতিত্বে গ্রামবাসীর সাথে তিনি মতবিনিময় সভা করেন । মতবিনিময় সভায় তিনি বলেন, ছেলেমেয়েদের শিক্ষিত ও যোগ্য সন্তান হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরো সচেতেন হতে হবে।

একজন সন্তানকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা গেলে সে পরিবারের শান্তি নেমে আসে। আবার মাদকাশক্ত একটি সন্তানের জন্য সে পরিবার চরম অশান্তি ভোগ করে। সমাজে বিশৃংখলা সৃষ্টি করে। এলাকায় বখাটেদের আনাগোনা বেশী হয়। ক্রীড়া চর্চা থেকে দূরে গিয়ে তরুন ও যুব সমাজ অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। বিভিন্ন অপরাধ ঘটিয়ে তারা সমাজে অশান্তি সৃষ্টি করে। শহর কিংবা গ্রামে যেখানেই মানুষ বাস করুক না কেন শান্তিতে থাকতে চায়। এজন্য মাদকের ছোবল থেকে প্রতিটি এলাকাকে রক্ষা করতে হবে।সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজকে দুষন মুক্ত করে এলাকায় শান্তি ফিরে আনতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের বিনোদন হিসেবে সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা জোড়দার করা প্রয়োজন। বর্তমান সরকার সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেতে ব্যাপক সহযোগীতা করছে। তিনি বলেন, এমপি আব্দুল মান্নানের প্রচেষ্ঠায় প্রতিটি এলকার রাস্তাঘাট,শিক্ষা প্রতিষ্ঠান ,ধর্মীয় প্রতিষ্ঠানে ও বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হয়েছে। গরীব ও অসহায় মানুষদের সাহায্য দেয়া হচ্ছে। প্রকৃত অসহায় পরিবার যাতে সহযোগীতা পায় সে জন্য প্রতিটি এলাকা ঘুরে খোঁজ খবর নেয়া হচ্ছে। এসময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, সুলতান মাহমুদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম মুনু প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় গ্রামের নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। গ্রামটি বন্যা মুক্ত রাখতে এলাকায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মানের জন্য গ্রামবাসী তার নিকট দাবী জানান।

(এএসবি/পি/ডিসেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test