E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় তথ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

২০১৪ ডিসেম্বর ০৮ ১৬:৪১:৪৬
বগুড়ায় তথ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

বগুড়া প্রতিনিধি : আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে বগুড়ায় দুই দিনব্যাপী তথ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সকাল সাড়ে ১০ টায় তথ্যমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস।

সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়ার সভাপতি বজলুল করিম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, বগুড়া জেলা সিভিল সার্জন আফজালুর রহমান। সনাক সদস্য ডা. সামির হোসনে মিশুর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, সনাক বগুড়ার সহ সভাপতি মাছুদার রহমান হেলাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রজেক্ট ম্যানেজার মোফাখ্খের মোরশেদ খান চৌধুরী, টিআইবি বগুড়ার এরিয়া ম্যানেজার জেসমিন আক্তার পান্না। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক বগুড়ার সদস্য মিলন রহমান, সমুদ্র হকসহ স্বজন, ইয়েস গ্রুপ এর সদস্যবৃন্দ।

বগুড়ায় শুরু হওয়া তথ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বগুড়া জেলার ২৬টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশগ্রহণকারি প্রতিষ্ঠানগুলো সাধারণ নাগরিকদের জন্য তথ্য প্রদানের সহজ উপায়, পাওয়ার ধরনসহ বিভিন্ন বিষয়ে জানান দিচ্ছে।

বগুড়ার এরিয়া ম্যানেজার জেসমিন আক্তার পান্না জানান, সোমবার থেকে শুরু হওয়া তথ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে সচেতন নাগরিক কমিটি, বগুড়া জেলা প্রশাসন কার্যালয়, সরকারি আজিজুল হক কলেজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া, জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর, পেসড, বিআরটিএ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, ওয়ার্ল্ড ভিশন, বগুড়া পৌরসভা, যুব উন্নয়ন অধিদপ্তর, সরকারি মুজিবুর রহমান কলেজ, জেলা তথ্য অফিস, ডায়াবেটিক হাসপাতাল, বগুড়া জেলা সঞ্চয় ব্যুরো অফিস, জেলা পরিবার পরিকল্পনা অফিস, পলিটেকনিক ইন্সটিটিউট, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, মেরী স্টোপস ক্লিনিক, পুলিশ সুপারের কার্যালয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প, উপজেলা ভূমি অফিস, সিভিল সার্জন অফিস, বাংলাদেশ ব্যাংক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

(এএসবি/এএস/ডিসেম্বর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test