E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিকেএমইএ নির্বাচন, নিরঙ্কুশ জয়ে আবারও হাতেম প্যানেল

২০২৫ মে ১০ ২৩:৩১:৪২
বিকেএমইএ নির্বাচন, নিরঙ্কুশ জয়ে আবারও হাতেম প্যানেল

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নির্বাচনে ২০২৫-২৭ মেয়াদের জন্য নিরঙ্কুশ জয় পেয়েছে বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন ‘প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স’। দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভরপুর ছিল ঢাকা ও নারায়ণগঞ্জ—যেন নিটওয়্যার শিল্পের প্রাণ ফিরেছে ভোটের মাধ্যমেই।

শনিবার (১০ মে) সকালে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে নিরবচ্ছিন্নভাবে। এরপর সন্ধ্যা ৭টার দিকে প্রকাশিত হয় ফলাফল, যেখানে ৩৫টি পরিচালক পদেই জয়ী হন হাতেম প্যানেলের প্রার্থীরা।

মোট ভোটার ৫৭২ জনের মধ্যে ৪৩১ জনই ভোট দেন, যা প্রায় ৭৫.৩৫ শতাংশ। ভোটে নারায়ণগঞ্জ জোনে সবচেয়ে বেশি অংশগ্রহণ (৮৬%), যেখানে ঢাকায় ভোট কাস্ট হয় প্রায় ৬২.৫% এবং চট্টগ্রামে ৭৫%।

নির্বাচনে প্রার্থী ছিলেন ৩৮ জন, যার মধ্যে ৩৫ জনই প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স প্যানেল থেকে। বাকি ৩ জন ছিলেন স্বতন্ত্র—তবে কারোরই ভাগ্যে জয় আসেনি।

ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে বাঁধভাঙা উল্লাস, জয়ের খবর পাওয়ার পরই কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নির্বাচিতদের অভ্যর্থনায় সংগঠনের কার্যালয়ে শুরু হয় বিজয় উল্লাস ও ফুলেল শুভেচ্ছা।

জয়ের পর দেওয়া প্রতিক্রিয়ায় মোহাম্মদ হাতেম বলেন, “এই বিজয় প্রমাণ করে, আমাদের কাজ ও প্রতিশ্রুতির উপর সদস্যরা আস্থা রেখেছেন। আগামী দুই বছর আমরা সকল ব্যবসায়ী স্বার্থ রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করব।”

নতুন নেতৃত্বের মাধ্যমে বিকেএমইএ আরও গতিশীল, কার্যকর ও ব্যবসাবান্ধব সংগঠনে পরিণত হবে বলেই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। অনেকেই মনে করছেন—এই নির্বাচন শুধু নেতৃত্ব নয়, বরং নিটওয়্যার খাতে নতুন গতির সঞ্চার করবে।

(এমএস/এএস/মে ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test