E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে মহাসড়কের দু’পাশের হাজারো অবৈধ স্থাপনা উচ্ছেদ

২০২৫ মে ১৪ ১৯:৩০:২৩
বাগেরহাটে মহাসড়কের দু’পাশের হাজারো অবৈধ স্থাপনা উচ্ছেদ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাট-পিরোজপুর জাতীয় মহাসড়কের বাগেহাট অংশে বলেশ্বর ব্রীজের মহিষপুরা থেকে নওয়াপাড়া মোড় পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কের দুইপাশের কয়েক হাজার অবৈধ কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। 

আজ বুধবার সকালে বাগেরহাট সওজ নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম প্রামানিকের নেতৃত্বে বাগেরহাট শহর সংলগ্ন দড়াটানা ব্রীজ এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানের প্রথম দিনে বুলডোজার ও ভেকু দিয়ে প্রায় এক হাজার অবৈধ কাঁচা-পাকা স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

সড়ক বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা, পিযুস চন্দ্র দে উচ্ছেদ অভিযান পরিচালনা কালে জানান, পদ্মা সেতু চালু হওয়ায় পর থেকে এই জাতীয় মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে গেছে। তাই এই মহাসড়কে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে এই লক্ষ্যে সড়কের দুই পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযানে প্রথম দিনেই প্রায় এক হাজার অবৈধ কাঁচা-পাকা স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। এই মহাসড়কের বাগেরহাটের ৪০ কিলোমিটার অংশের সব কাঁচা-পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ তিন দিনের দিনের মধ্যে শেষ করা হবে।

(এস/এসপি/মে ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test