E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ‌বেনজীর আহমেদ তাবরিজের উদ্যোগ ‌মিছিল সমাবেশ

২০২৫ মে ১৮ ১৯:২৬:৩৪
ফরিদপুরে ‌বেনজীর আহমেদ তাবরিজের উদ্যোগ ‌মিছিল সমাবেশ

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর ‌মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ‌সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ‌বেনজীর আহমেদ তাবিজের উদ্যোগে ‌মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার বিকেলে ‌বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ও দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে উক্ত ‌ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেল ৪ টা ৫০ মিনিটে ‌ফরিদপুর শহরের সিভিল সার্জন রোড থেকে শুরু করে মিছিলটি ‌শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলিপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে এসে শেষ হয় এবং মিছিল পরবর্তী একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ‌ ফরিদপুর মহানগর ‌ যুবদলের সাবেক সভাপতি ও ফরিদপুর সদর উপজেলার ভাইন চেয়ারম্যানবেনজির আহমেদ তাবরীজ ফরিদপুর মহানগর যুবদল নেতা নাজমুল হোসেন, যুবদল নেতা গোলাম রাব্বানী আকাশ ‌যুবদল নেতা এনামুল করিম যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিএনপি'র বিভিন্ন ব্যানার ফেস্টুন উচ্ছেদ করা হয়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদে ও নিন্দা জানিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তারা তাদের ভুল বুঝতে পেরে আমাদের কাছে ক্ষমাপ্রর্থনা করেছে।কিন্তু ভবিষ্যতে এ ধরনের কোন কাজ করলে তাদের আর ক্ষমা করা হবে না।

বক্তারা বলেন, ‌চৌধুরী নায়াবা ইউসুফের নেতৃত্বে বিএনপি সুসংগঠিত থাকবে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলে একত্রে ঐক্যবদ্ধ থাকবে। পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিলম্বে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার জন্য সরকারের নিকট আহবান জানান।

এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়। এ সময় তারা বিভিন্ন রকম স্লোগান প্রদান করে।

(ডিসি/এসপি/মে ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

২১ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test