E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরার তালায় সাংবাদিকবাহী বাস খাদে

২০২৫ মে ১৮ ২১:৪৯:১৭
সাতক্ষীরার তালায় সাংবাদিকবাহী বাস খাদে

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : রবিবার বিকেল সোয়া ৫ টার দিকে সুন্দরবন সফর শেষে ঢাকা ফেরার পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালার মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাঠি মোড়ে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সময় টিভির সাংবাদিক মাসুদুর রহমান ও বাংলা ভিশনের এস.এম ফয়েজসহ কম/ বেশী সকল সাংবাদিক আহত হয়েছেন। সকলকে উদ্ধার করে বিজিবির ৩৩ ব্যাটালিয়নে আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য ঢাকা থেকে ৩৫ জনের সাংবাদিক টিম সাতক্ষীরায় এসেছিলেন। পরে তারা সাতক্ষীরার সুন্দরবন সফরে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের বহনকারী বাসটি তালার মির্জাপুরের ইসলামকাঠির মোড়ে পৌঁছালে টিপ টিপ বৃষ্টির কারণে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। বাসটির নাম্বার- ঢাকা মেট্রো-ব ১১০৪-৬১।

এসময় বাসে থাকা অনেকেই কমবেশি আহত হন। তবে সৌভাগ্যবশত কেউ প্রাণ হারাননি, সকলেই প্রাণে বেঁচে গেছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারানা করা হচ্ছে। এদিকে খবর পাওয়া মাত্র বিজিবির একটি ইউনিট, পাটকেলঘাটা থানা পুলিশের একটি টিম, তালা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে হাজির হন। তাদেরকে নেওয়া হয়েছে সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।

(আরকে/এএস/মে ১৮,২০২৫)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test