E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ৩ শিশু আহত

২০২৫ মে ১৯ ১৪:৪০:০১
যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ৩ শিশু আহত

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিন জন শিশু গুরুত্বর আহত হয়েছে। সোমবার সকালে শহরের সংকরপুর ছোটনের মোড় এলাকায় এদূর্ঘটনা ঘটে।

আহত শিশুরা শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদৎ হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫), সজিব হোসেন (৬) এবং আয়েশা খাতুন (৩)।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে শিশুরা ছোটনের মোড়ের পাশে একটি মাঠে খেলা করছিল। খেলার সময় খাদিজা বলের মতো দেখতে একটি বস্তু (ককটেল) কুড়িয়ে পায়। সেটিকে বাসায় নিয়ে এসে অন্য দুই ভাই-বোনের সাথে খেলা করার সময় সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে খাদিজা ও সজিব গুরুতরভাবে আহত হয় এবং আয়েশা আঘাত পায়। স্থানীয় লোকজন এবং শিশুদের আত্মীয়-স্বজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে খাদিজার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত নেন। বর্তমানে সজিব এবং আয়েশা যশোর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আহত শিশুদের মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তাদের সন্তানদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসনাত জানান, কুড়িয়ে পাওয়া ককটেলে দুইজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

(এসএমএ/এএস/মে ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test