E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর অপহরণ নাটক

২০১৪ মে ০৪ ১২:০৮:২২
স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর অপহরণ নাটক

চট্টগ্রাম প্রতিনিধি : স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়েছেন আয়েশা আক্তার (৩০) নামে এক তরুণী গৃহবধূ। নগরীর হালিশহর এলাকার এ গৃহবধূকে উদ্ধার নিয়ে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হয়েছে পুলিশকে।

শেষ পর্যন্ত পুলিশের অভিযানের মুখে আত্মগোপনে টিকতে না পেরে শনিবার গভীর রাত ১টার দিকে ছয় বছর বয়সী মেয়েসহ ওই গৃহবধূ স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এস এম তানভির আরাফাত বলেন, আয়েশা আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। স্বামীর সঙ্গে ঝগড়া করে তিনি একবার আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। বাকলিয়া থানায় আয়েশা স্বামীর বিরুদ্ধে মামলাও করেছিলেন। এবারও স্বামীর সঙ্গে ঝগড়া করে কোন নিকটাত্মীয় দিয়ে একই নাটক সাজিয়েছেন।

পুলিশ সূত্রে ‍জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে হালিশহর আবাসিক এলাকার আই ব্লকের বাসা থেকে মেয়েকে নিয়ে ওষুধ কিনতে বের হন ব্যবসায়ী আবু নাসেরের স্ত্রী আয়েশা আক্তার। এর কিছুক্ষণ পর বাসায় ফিরেন আবু নাসের।

বাসায় মেয়ে ও স্ত্রীকে না দেখে স্ত্রী’র মুঠোফোনে কল দেন। এসময় অপহরণকারীরা কলটি রিসিভ করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় আবু নাসের বাদি হয়ে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযানে নামে পুলিশ।

সূত্র জানায়, মুক্তিপণ দাবিতে তার স্বামীর নম্বরে আরও কয়েকবার ফোন আসে। আয়েশার নম্বর এবং কথিত অপহরণকারীর নম্বর ট্র্যাকিং করে দেখা যায়, উভয়ই হালিশহর ‘এইচ’ ব্লকে অবস্থান করছে। এর সূত্র ধরে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে পুরো এইচ ব্লক ঘিরে ফেলে।

পুলিশ বাসার সামনে অবস্থান নিয়েছে জানতে পেরে এক পর্যায়ে রাত ১টার দিকে বোরখা পড়ে আয়েশা মেয়ে নিয়ে এইচ-ব্লকের একটি বাসা থেকে বেরিয়ে আসেন। এসময় পুলিশ তার কাছে অপহরণের বিষয়ে জানতে চাইলে ‍আয়েশা জানায়, তাকে অপহরণকারীরা অটোরিক্সা করে নামিয়ে দিয়ে গেছে। এতে পুলিশের সন্দেহ হলে জেরা শুরু করেন। এক পর্যায়ে আয়েশা জানায়, স্বামী তাকে ও মেয়েকে ঠিকমত সময় দেয়না, সবসময় ঝগড়া হয়। এ নিয়ে মানসিক অশান্তিতে আয়েশা অপহরণ নাটকের আশ্রয় নেয়।

এডিসি এস এম তানভির আরাফাত বলেন, আয়েশার স্বামী আবু নাসের রয়েল সিমেন্টে চাকুরি করেন। কর্মস্থলে ব্যস্ততার কারণে সময় দিতে না পারায় সংসারে অশান্তি আছে। এ নিয়েই অপহরণ নাটক।

স্ত্রী আয়েশা আক্তারকে সাময়িকভাবে হালিশহর থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অপহরণ নাটক সাজিয়ে আয়েশা যাদের হেফাজতে ছিল তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে এডিসি তানভির আরাফাত জানিয়েছেন।

(ওএস/এইচআর/মে ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test