E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাই ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

২০২৫ মে ২৩ ২৩:৫৭:২৫
কাপ্তাই ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রিপন মারমা, রাঙ্গামাটি : যদি থাকে মানবতা মনে ভয় নেই রক্তদানে, এই স্লোগানকে সামনে রেখে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটির কাপ্তাইয়ে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন কাপ্তাই ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) কাপ্তাই ব্লাড ব্যাংক এর আয়োজনে দিনব্যাপী এ উপলক্ষে কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সজীব তালুকদার ও নীতি তালুকদার সঞ্চালনা

কাপ্তাই ব্লাড ব্যাংক সভাপতি সুগত তনচংগ্যা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা রুইহ্লা অং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ, খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা এর পরিচালক ডা.প্রবীর খিয়াং,ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা,সহকারী তথ্য অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা। এসময় আরো উপস্থিত ছিলেন খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা এর সিসিএইচপি প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা,সমাজ সেবক অজিত কুমার তনচংগ্যা প্রমুখ।

বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক কাজ। এ কাজে সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত হয়ে কাজ করতে হবে। মানুষের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে। মানুষ ও দেশের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের কাজ করতে হবে, তবেই দেশের উন্নতি হবে। তিনি ব্লাড ব্যাংককে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন'।

এর আগে, বিনামূল্যে ১শ জন রক্ত গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করা হয় এরপর আগত স্বেচ্ছাসেবী সংগঠনদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং ওয়াগ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

(আরএম/এএস/মে ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test