ফরিদপুরে জুয়া খেলার জেরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে পবিত্র ঈদুল আযহার দিনে জুয়া খেলাকে কেন্দ্র করে ইজ্জল মন্ডল (৪৫) নামে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে, পরিবারের দাবি তাকে মব নিপীড়ন করে হত্যা করা হয়েছে। এদিকে পুলিশ বলছে ইজ্জলের মৃত্যু ঘিরে 'হত্যা' ও 'আত্মহত্যা'র দাবি উঠেছে মুল রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের প্রয়োজন।
গত ৭ জুন ঈদের দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর সদরের কানাইপুর বাজার সংলগ্ন হোগলাকান্দি গ্রামের বেপারি পাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। স্থানীয়দের কাছে ওই এলাকাটি 'হোগলাকান্দি বাইদ্যা পাড়া' নামেও পরিচিত।
রবিবার (৮ জুন) সকাল এগারোটার পর হতে বিকেল পৌনে চারটা পর্যন্ত হোগলাকান্দির ওই এলাকায় সরেজমিনে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সাথে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই এটিকে মব নিপীড়নে হত্যা বললেও অজানা কারণে ভুক্তভোগীর পরিবার ছাড়া অনেকেই পরিচয় দিয়ে মব নিপীড়নে হত্যার কথা গণমাধ্যমের সামনে বলতে রাজি হন নাই।
এলাকাবাসী জানায়, ঈদুল আযহা'র দিন সকাল সাড়ে এগারোটার দিকে কানাইপুরের হোগলাকান্দি গ্রামের বেপারি পাড়া কুমার নদীর পাড়ে বসে লুডু দিয়ে জুয়া খেলছিলেন ওই এলাকার মফে মেব্বারের বাসার ভাড়াটিয়া ইজ্জল মন্ডল (৪৫) ও স্থানীয় শামচু বেপারী ছেলে হানিফ বেপারী (৪২) নামের দুই ব্যক্তি। ছক্কা-পুটের ওই খেলাটিতে জয়লাভ করেন ইজ্জল মন্ডল। লুডুর জুয়ায় ইজ্জল মন্ডলের বিজয় হওয়া পর্যন্ত সবাই একমত হলেও তারপরের ঘটনা থেকে ইজ্জলের মৃত্যু পর্যন্ত সময়ের এলাকাবাসীর বক্তব্যে সরাসরি দুই পক্ষে ভাগ হয়ে কথা বলতে দেখা যায়।
ভুক্তভোগীর পরিবারের বাইরে ওই এলাকার কিছু নিরপেক্ষ জনতা জানান, ইজ্জলকে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। তাকে একটি বাটন মোবাইল চুরির অপবাদ দিয়ে অন্তত চারটি স্থানে নিয়ে নির্যাতন করার পর সে পায়খানা করে দিলে, তাকে স্থানীয় কুমার নদীতে চুবিয়ে তার মুখে বিষ ঢেলে ও গলায় নতুন গামছা পেঁচিয়ে ল তার মৃত্যু নিশ্চিত করা হয় বলে অভিযোগ উঠেছে। এসময় ঘটনাস্থল থেকে নিহতের পরিবার ঘুরে ঘুরে বর্ননা দেন কোথায় কোথায় ইজ্জলের ওপর নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছিলো। যার মধ্যে ওইদিন লুডু খেলার স্থান, বেপারি পাড়ার রাস্তায় কোন কোন স্থানে নির্যাতন, নদীর পাড়ে একটি বড়ই গাছের সাথে বেঁধে নির্যাতন ও স্থানীয় হাসান বিশ্বাসের বাড়ীর পিছনে কুমার নদীর ঘাটে নিয়ে চুবিয়ে ও বুক পানিতে দাঁড় করিয়ে জোর পুর্বক বিষ খাইয়ে দেওয়া ও গলায় গামছা পেঁচিয়ে ধরে হত্যার অভিযোগ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এসময় বিভিন্ন গণমাধ্যম টিমের সাথে ইজ্জল মন্ডলের মামা মাসুদ বেপারী (৫০), ছেলে আব্দুল্লাহ (১১), খালা নিহার বেগম (৫৫), স্ত্রী নবীরন খাতুন (৩৫) সহ তার মামা ও খালা বাড়ীর পনেরো থেকে বিশ জন নিকট আত্মীয় ও প্রতিবেশি উপস্থিত ছিলেন। নিহতের পরিবার এসময় ইজ্জল হত্যার জন্য সরাসরি দায়ি করে যেসব নাম উচ্চারণ করে করেন, তারা হচ্ছেন: ১. পুলিশের সোর্স হিসেবে পরিচিত জনৈক সোহাগ, যিনি নানাভাবে এলাকায় আধিপত্য বিস্তার করে থাকেন ও এই হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদদাতা হিসেবে কাজ করেছেন বলে দাবি করেন ভুক্তভোগীর পরিবার, ২. হানিফ বেপারী, যিনি নিহতের সাথে লুডু খেলেছেন এবং জুয়ায় হেরেছেন, ৩. রাসেল বেপারী, যিনি সোর্স সোহাগের প্রধান সহযোগী ও হানিফ ব্যাপারীর ভাই, এবং ৪. হানিফ বেপারীর আরেক ভাই রানা বেপারী প্রমুখের নাম উচ্চারণ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
তারা সোর্স সোহাগ পুলিশের ক্ষমতার অপব্যবহার করছে বলে উল্লেখ করে এলাকার আধিপত্য বিস্তার, মাদক ব্যাবসা নিয়ন্ত্রণ, চাঁদবাজি ও ইজ্জল হত্যার অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে ইল্লেখ করেন। যদিও নিহতের পরিবারের বাইরে সোর্স সোহাগের নামও কেউ মুখে উচ্চারণ করতে চান নাই, আকার ইঙ্গিততে বোঝাতে চেয়েছেন। এদিকে, সোহাগের পারিনারিক সূত্রের কেউ কেউ আকার ইঙ্গিতে সোহাগের নাম বলার চেষ্টা বা বোঝানোর চেষ্টা করলেও বেশিরভাগই নিরবতা পালন করেছেন। তবে ঘটনাস্থল পর্যবেক্ষণে একটি বিষয় স্পষ্ট হওয়া গেছে ওইখানে স্থানীয়ভাবে দু'টি বড় পক্ষ রয়েছে। কেউ এটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে মরিয়া, আবার কেউ এটিকে মব নিপীড়নের মাধ্যমে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। ঘটনাস্থলে নিরপেক্ষ লোকের সংখ্যা খুবই কম হলেও ওই এলাকায় বসবাসকারী অনেকেই ইজ্জল মন্ডলের মৃত্যু রহস্য উন্মোচনে নিরপেক্ষ তদন্ত আশা করেন।
কানাইপুরের নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তিত্ব জানান, সোহাগ ও সোহাগের প্রধান সহযোগী রাসেল ব্যাপারীর নাম উঠলে ইজ্জলের মৃত্যুর সঠিক রহস্য উন্মোচন নাও হতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, 'কিছুদিন আগে জনৈক মোস্তাক শেখ নামে এক ব্যক্তি সোর্স সোহাগের নামে চাঁদাবাজি'র অভিযোগ করলেও সেই অভিযোগটি থানার কয়েকজন এসআই এর প্রভাব বিস্তার করার কারণে তা আমলে নেননি কোতয়ালি থানা। এটিও তার ব্যতিক্রম হওয়ার কথা নয় বলেও আশংকা প্রকাশ করেন তিনি।
স্থানীয় মুদী দোকানদার ইকবাল মোল্লা (৪৭) ও ব্যবসায়ী বেলাল বেপারী (৩৮) জানান, ইজ্জল মন্ডল নিয়মিত লুডু দিয়ে জুয়া খেলতেন, তিনি আর অন্য কোনো কাজ করতেন বলে তাদের জানা নেই। ওইদিন তারা ঈদের নামাজের পর লুডু খেলেছেন শুনেছি। খেলার পর হানিফের একটা বাটন মোবাইল খোয়া যায়, ইজ্জলকে চোর সন্দেহ করেন হানিফ। ইজ্জল তা প্রথমে অস্বীকার করলেও কয়েক ঘন্টা পর হানিফের মোবাইলটি ফেরত দেন। এরপর তাদের মধ্যে চর থাপ্পরের ঘটনা ঘটে। এমন কয়েক দফায় কয়েকটি স্থানে মারপিটের ঘটনা ঘটলে সন্ধ্যার পর ইজ্জলের বিষ খাওয়ার খবর শোনেন তারা। পরে রাত সাড়ে নয়টার দিকে তাকে কানাইপুরের স্থানীয় সিরাজ ডাক্তারের কাছে নেওয়া হয়। তিনি রোগিকে দেখেই দ্রুত হাসপাতালে নিতে পরামর্শ দেন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজ্জলকে মৃত ঘোষনা করেন।
ইকবাল মোল্লা ও বেলাল বেপারী আরও জানান, ইজ্জল নিয়মিত জুয়া খেলতেন এবং মাঝে মাঝে কেউ তাকে চড় থাপ্পর মারলে তিনি ফিট হওয়ার ভাব ধরতেন। আবার তাকে কেউ টাকা পয়সা দেওয়ার অফার করলে তিনি উঠে দাঁড়াতেন। এছাড়া তাকে নদীর পানিতে চুবানো তো দুরের কথা, তাকে নদীর ঘাটেও কেউ নিয়ে যায়নি, বরং মার খাওয়ার ক্ষোভ থেকে ঘাস মারার অসুধ খেয়ে ইজ্জল অসুস্থ হয়ে পড়লে তার মাথায় ও শরীরে পানি দেওয়া হয়েছিলো বলেও জানান ওই দুই ব্যবসায়ী। অপরদিকে, ইকবাল মোল্লা ও বেলাল ব্যাপারীর কথাকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে ইজ্জলের মামা বাড়ীর লোকজন তৎক্ষনাৎ মিডিয়াকর্মীদের সাথে নিয়ে হাসান বিশ্বাসের বাড়ীর পিছনে অবস্থিত কুমার নদীর একটি ঘাটে নিয়ে সেখানে নিহতের পড়ে থাকা সেন্ডেল এবং তার পরনের লুঙ্গি ও গেঞ্জি সেখানে ঘাসের ওপরো পড়ে আছে, দেখান। পরে ফরিদপুর কোতয়ালি থানার এসআই সনাতন কুমার মন্ডল ওই ঘাট থেকে নিহতের কালো রঙের একজোড়া সেন্ডেল, পরণের ভিজা একটি লুঙ্গি ও একটি সেন্টু গেঞ্জি সংগ্রহ করে আলামত হিসেবে তা থানায় নিয়ে যান।
এসআই সনাতন কুমার মন্ডল ঘটনাস্থল পরিদর্শনকালে গণমাধ্যমকে জানান, ইজ্জল মন্ডলের মৃত্যুর বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানায় ঈদের দিন রাতে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে (অ. মৃ. মা. নং ৫৬ তাং- ৭ জুন, ২০২৫ ইং)'।
পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান জানান, 'ইজ্জলের বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। সেটি মাথায় রেখেই আমরা তদন্তের কাজ স্টার্ট করেছি। তবে ঘটনাস্থল এসে ইজ্জলের মৃত্যুকে হত্যাকাণ্ড বলার দাবি উঠেছে। লাশের পোস্ট মর্টেম এর ফাইনাল রিপোর্ট হাতে এলে ও তদন্তের পর এটি হত্যাকাণ্ড মনে হলে এই মামলাটিই হত্যা মামলা হিসেবে চলমান হবে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ইজ্জলের বিষপানে মৃত্যু হয়েছে জানানো হলে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি আসাদ।
স্থানীয় অনেকেই পুলিশ ও গণমাধ্যকে জানান, ইজ্জল মন্ডলের মুখ থেকে কোনো প্রকার বিষের গন্ধ পাওয়া যায়নি। তাছাড়া, নিহতের পরিবারের সদস্য বাদে স্থানীয় অনেকেই বলেছেন, নদী থেকে তুলে ইজ্জলের ভিজা লুঙ্গি গেঞ্জি খুলে স্থানীয় একজনের পাঞ্জাবি ও প্যান্ট পড়ানো হয়েছিলো। ডাক্তারের কাছে নেওয়ার আগে নিহতের পকেট থেকে ঘাস মারার ওষুধ উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়। এতে আপত্তি জানিয়ে নিহতের মামা ভ্যানে করে সরবত বিক্রি করে জীবীকা নির্বাহ করা মাসুদ বেপারী জানান, প্রায় মৃত অবস্থায় তার ভাগিনা ইজ্জলকে নদী থেকে উঠানো হয়েছিলো শুনেছি। তাহলে ওই অবস্থায় তার পরনের লুঙ্গি খুলে প্যান্ট ও গেঞ্জি খুলে পাঞ্জাবি পড়িয়ে বিষের প্যাকেট আমার মুমূর্ষু ভাগিনা তার পকেটে রাখলো কেমনে। তিনি আরও জানান, আমি আসরের নামাজের সময় থেকে নিপীড়নকারীদের অনুরোধ করে আসতেছি যে, আমার ভাগিনাকে তোরা আমার ভ্যানে তুলে দে, আমি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু কেউ আমার কথায় কর্ণপাত করেননি। '
পুলিশ ও মিডিয়ার উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন গণমাধ্যমকে জানান, 'আমার ইউনিয়নের এই বাইদ্যা পট্টি এলাকাটি মাদকের আখড়া ও জুয়ার আড্ডাখানায় পরিনত হইছে। আর এসব নিয়ন্ত্রণ কে বা কারা করে থাকেন, তা কারোরই অজানা নয়। এই এলাকা থেকে মাদক, জুয়া ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে হলে পুলিশ প্রশাসন ও এলাকার জনগণকে এসব প্রতিরোধ করতে হবে। এছাড়া ইজ্জল আত্মহত্যা নাকি হত্যার শিকার হয়েছেন, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে ও নিহতের অসহায় পরিবার সঠিক বিচার পাবে বলেও আশা প্রকাশ করেন আলতাফ।
৮ জুন সরেজমিনে প্রায় সকাল থেকে বিকেল পর্যন্ত ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে, ঘটনাস্থল ত্যাগ করার সময় নিহত ইজ্জল মন্ডলের লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয়রা। অপরদিকে, মামলার তদন্তের কাজে আশেপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহের কাজ করছিলেন কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সনাতন কুমার মন্ডল।
এদিকে, ভুক্তভোগীর পরিবার নিতান্তই খুব গরীব পরিবার বলে হত্যার ঘটনাটি টাকা দিয়ে মিটমাট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযুক্তরা।
(আরআর/এসপি/জুন ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ইসরায়েলকে সহযোগিতা করলে লক্ষ্যবস্তু হবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ফ্রান্সের ঘাঁটি
- এবার ইসরায়েলি হামলায় ইরানের পুলিশপ্রধান নিহত
- প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে
- ইরানের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন
- ‘ইরানে হামলায় শুধু সমর্থন নয়, ইসরায়েলকে উৎসাহ দিচ্ছে ভারত’
- একসঙ্গে ছয় বিসিএসের সময়সূচি ঘোষণা
- ‘একাত্তরের বিরোধিতাকারীরা নির্বাচনের তারিখ নিয়ে উষ্মা প্রকাশ করেছে’
- ‘জেলা পর্যায়ে আইনগত সহায়তা দিতে তিনজন বিচারক নিয়োগ দেবে সরকার’
- ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক
- গোপালগঞ্জে আ.লীগ নেতা কামালের পদত্যাগ
- ভুরুঙ্গমারীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়
- ২৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বচ্যাম্পিয়ন
- ইরান ও ইসরায়েলকে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
- নাটোরে আ’লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা, ১ জনের মৃত্যু
- কালিগঞ্জে আ.লীগের মিছিল, ৪২ জনের নামে মামলা
- ধস নেমেছে যশোরের রাজারহাট চামড়ার বাজারে
- জিজিএফআই’র নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক আটক
- আদালতের নির্দেশ অমান্য: পিতা-মাতার সম্পত্তি থেকে বঞ্চিত ছেলে
- রাঙ্গামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশি ও ৪ ভারতীয় নাগরিককে পুশইন
- বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসআই বোরহান নিহত
- ঈদের ছুটি শেষ তাই বেড়েছে যাত্রীর চাপ
- টুঙ্গিপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়, ৫ পরিবহনকে জরিমানা
- সালথায় পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলা, আহত ৪
- মুঘল আমলের মনোমুগ্ধকর সৌন্দর্যের নিদর্শন মথুরাপুর দেউল
- জামালপুর হানাদার মুক্ত দিবস পালিত
- শৈলকূপায় জাল সার্টিফিকেটে একযুগ চাকরি করে যাচ্ছেন এক শিক্ষিকা!
- এই শীতে ঘুরে আসুন শ্রীমঙ্গল
- প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের ভরাডুবি, ভাগ্য ঝুলছে সিনেটে
- সোনাগাজীতে গাছসহ গাঁজা চাষী গ্রেফতার
- স্যামসাং নিয়ে এলো আকর্ষণীয় ‘বিবাহ উৎসব’ অফার
- নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তার পক্ষে প্রচারণায় সংসদ সদস্যের দুই ভাই, জনপ্রতিনিধিদের চাপ প্রয়োগ
- ঈশ্বরদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন
- ঝালকাঠিতে সড়কে ঝরল ১৪ প্রাণ
- লক্ষ্মীপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- শেখ হাসিনা-কাদেরসহ ১৫৫ জনের নামে বগুড়ায় মামলা
- পঞ্চগড় মুক্তাঞ্চল: নৈসর্গিক প্রকৃতির রূপসী কন্যা
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সব নদীবন্দরে সতর্ক সংকেত
- অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ১৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ
- ‘মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে’
- অনিশ্চিত মেসি, চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- ঝিনাইদহে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু
- ‘শাহবাগীদেরও বিচার করতে হবে’
- কারাগারে মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি বিএনপির