E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন 

২০২৫ জুন ১০ ১৭:০৫:৫৭
দিনাজপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর অঞ্চলের দু'টি পৃথক সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

সোমবার (৯ জুন) দিবাগত রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই ২০ জনকে সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে পাঠায় বলে জানিয়েছে বিজিবি। ৪২ ব্যাটালিয়ন বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন,দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে অবস্থানরত বিজিবির টহলদল জওয়ানরা ১৩ জনকে আটক করেছে। তাদের মধ্যে রয়েছে দুইজন নারী, দুইজন পুরুষ এবং নয়জন শিশুসহ ১৩ জন।

অন্যদিকে, বৃহত্তর দিনাজপুরের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্তে বিজিবির টহলদল জওয়ানরা আরও সাতজনকে আটক করেছেন। এদের মধ্যে রয়েছে দুইজন নারী, দুইজন পুরুষ এবং তিনজন শিশু। আটককৃতদের পরিচয় নিশ্চিত করার প্রচেষ্টা চলছে।

(এস/এসপি/জুন ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test