E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মোংলা বন্দরের পশুর চ্যানেলে একটি কার্গোর ধাক্কায় অপর কার্গো জাহাজ ডুবি 

২০২৫ জুন ২৮ ০০:৫৮:৪১
মোংলা বন্দরের পশুর চ্যানেলে একটি কার্গোর ধাক্কায় অপর কার্গো জাহাজ ডুবি 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মোংলা বন্দরের পশুর চ্যানেলে এমভি কে আলম গুলশান ২ নামক লাইটার কার্গো জাহাজের ধাক্কায় ডুবে গেছে সিমেন্টতৈরির কাঁচামাল ফ্লাইঅ্যাশ বোঝাই এমভি মিজান- ১ লাইটার কার্গো জাহাজ। শুক্রবার ভোর ৬টার দিকে মোংলা নদী ও পশু  চ্যানেলের  ত্রিমোহনা সংলগ্ন চরে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া কার্গো জাহাজটি ৯১৪ মেট্টিক টন ফ্লাইঅ্যাশ নিয়ে ঢাকার নারায়ণগঞ্জের বসুন্ধরার ঘাটে যাওয়ার পথিমধ্যে যাত্রা বিরতিকালে এ দুর্ঘটনা ঘটে। তবে, মোংলা বন্দরের পশুর চ্যানেলের চরে এ নৌযান দুর্ঘটনা ঘটলেও বন্দর চ্যানেল পুরোপুরি সুরক্ষিত রয়েছে। বন্দর চ্যানেল দিয়ে সকল ধরণের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছে। 

দুর্ঘটনাকবলিত জাহাজ এমভি মিজান- ১ জাহাজের চালক মো. শওকত শেখ জানান, তাদের জাহাজটি ৯১৪ মেট্টিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে মোংলা বন্দরের ত্রিমোহনায় পশুর চ্যানেলে এ্যাংকর করা অবস্থায় ছিল। শুক্রবার ভোর ৬টার দিকে এমভি কে আলম গুলশান-২ নামক লাইটার কার্গো জাহাজটি আমাদের কার্গো জাহাজের উপর উঠিয়ে দেয়। লাইটার জাহাজের ধাক্কায় আমাদের কার্গো জাহাজের পাশ ও তলা ফেটে নদীতে ডুবে গেছে। তবে, জাহাজে থাকা ১০জন স্টাফই সাঁতরিয়ে তীরে উঠতে পারায় জীবন রক্ষা পেয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক ( বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, কার্গো জাহাজ এমভি মিজান ১ এর ধাক্কায় অপর একটি লাইটার জাহাজ এমভি কে আলম গুলশান-২ পশুর চ্যানেলের চরে ডুবে গেছে। কোন প্রাণহানি হয়নি। তবে, বন্দর চ্যানেল সুরক্ষিত রয়েছে। বন্দর চ্যানেল দিয়ে সকল ধরণের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

(এসএসএ/এএস/জুন ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

১২ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test