E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ধামরাইয়ে উল্টো রথযাত্রায় নিহত ১, তিনটি মোবাইল উদ্ধার, আহত ১০

২০২৫ জুলাই ০৫ ২৩:৪১:২২
ধামরাইয়ে উল্টো রথযাত্রায় নিহত ১, তিনটি মোবাইল উদ্ধার, আহত ১০

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের উল্টো রথযাত্রায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়ার মজিবর রহমান (৬০)। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তারা হলেন কালিয়াকৈরের কনা রানী ও মুন্সিগঞ্জের রিতা রানী সরকার। 

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে ছয়টায়। জানা গেছে, লাখো ভক্তের উপস্থিতিতে যশোমাধবের উল্টো রথযাত্রায় রথটি টেনে রথখোলায় নিয়ে যাওয়ার সময় একদিকে চেপে যায়। এসময় ভক্তদের মধ্যে চাপাচাপি শুরু হয় এবং একটি দোকানের দুটি খুটি ভেঙে পড়ে। এতে কমপক্ষে ১০ আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কনা রানীর হাত ও রিতা রানীর পাজর ভেঙে গেছে বলে জানা গেছে।

এদিকে প্রচন্ড ভীড়ে মধ্যবয়সী এক ব্যক্তি সড়কে লুটে পড়ে। এসময় তাকে একটি দোকানে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। তিনি পিরোজপুরের মঠবাড়িয়ার বলে জানান ধামরাই থানার এসআই সুবোধ চন্দ্র বর্মন। এসময় মৃত মজিবর রহমানের ছেলে সুমন জানান মৃত ব্যক্তি তার বাবা।সে স্ট্রোকে মারা গেছে বলে। নিহতের কাছে তিনটি মোবাইল পাওয়া গেছে। এরমধ্যে সূচনা নামের এক নারীর মোবাইলও তার কাছে পাওয়া গেছে। মোবাইলটি সূচনাকে ফেরত দেওয়া হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। সুচনা জানান তার মোবাইলটি উল্টো রথের সময় বিকেল পাচটায় খোয়া যায় বলে জানান।পুলিশ রাতে আরেক জনের মোবাইল বুঝিয়ে দিয়ে স্বাক্ষর ও ছবি তুলে রাখেন।

যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন বলেন, রথযাত্রায় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহমেদুল হক তিতাস জানান,শিশুসহ তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে একজনের পা ভেঙে গেছে তাকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, উল্টো রথযাত্রায় কয়েকজন আহত হয়েছে এবং একজন নিহত হয়েছে। তবে তিনি পদপিষ্ঠ হয়ে না অন্য কোন কারণে মারা গেছেন তার সঠিক কারণ জানা যায়নি। থানা পুলিশ বিষয়টি তদন্ত করছেন।

(এমএজে/এএস/জুলাই ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test