E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মধুখালীতে ধর্ষণ ও মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

২০২৫ জুলাই ০৭ ০০:৫৩:৫৩
মধুখালীতে ধর্ষণ ও মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে পৃথক ধর্ষণ ও মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে রবিবার (৬ জুলাই) দুপুরে তাদের ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজন হচ্ছেন দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. ফরহাদ হোসেন (২৮)। তার পিতা মো. ইয়াছিন শেখ ওরফে কটো। তাদের বাড়ি মধুখালী উপজেলার আশাপুর (উত্তরপাড়া) গ্রামে। ফরহাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৩) ধারায় মধুখালী থানায় দায়েরকৃত মামলার (নং-১৬, তারিখ: ১৬/০৭/২০২৪) অধীনে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

অপরদিকে, একই রাতে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহিম বিশ্বাস (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি মধুখালী পৌরসভার পশ্চিম গাড়া খোলা এলাকার বাসিন্দা এবং মৃত আবুল কালামের পুত্র। তার বিরুদ্ধে ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি দায়েরকৃত মামলায় আদালত থেকে সাজা ঘোষিত হয়।

পুলিশ জানায়, চলমান নিয়মিত অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে এসব আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা হিসেবে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

(ডিসি/এএস/জুলাই ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

১২ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test