E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সততার উজ্জ্বল দৃষ্টান্ত, গৃহবধূর হারানো ভ্যানিটি ব্যাগ ফিরিয়ে দিলেন অটোচালক সবুজ

২০২৫ জুলাই ০৭ ০০:৫৫:২৬
সততার উজ্জ্বল দৃষ্টান্ত, গৃহবধূর হারানো ভ্যানিটি ব্যাগ ফিরিয়ে দিলেন অটোচালক সবুজ


দিলীপ চন্দ, ফরিদপুর : মানুষের মধ্যে এখনও যে সততা ও মানবতা বেঁচে আছে, তার জীবন্ত প্রমাণ রাখলেন ফরিদপুর শহরের এক অটোরিকশা চালক সবুজ। হারিয়ে যাওয়া ভ্যানিটি ব্যাগে থাকা প্রায় দুই লক্ষ টাকার স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরিয়ে দিয়ে তিনি হয়ে উঠেছেন সততার অনন্য দৃষ্টান্ত।

গত শনিবার (৫ জুলাই) ফরিদপুরের ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে কৃষ্ণারডাঙ্গি গ্রামের গৃহবধূ আছিয়া বেগম তাঁর অসুস্থ মেয়েকে চিকিৎসা করাতে আসেন। হাসপাতাল থেকে ফেরার পথে ক্লান্ত আছিয়া বেগম একটি অটোরিকশায় চড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু অসতর্কতাবশত একটি ভ্যানিটি ব্যাগ রিকশাতেই ফেলে যান।

ব্যাগটিতে ছিল প্রায় দুই লক্ষ টাকার স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র। অটোরিকশা চালক সবুজ ব্যাগটি দেখতে পেয়ে নিজ উদ্যোগে মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর ব্যাগে থাকা মোবাইল ফোনে কল আসলে তিনি জানতে পারেন এটি আছিয়া বেগমের।

পরে অনেক খোঁজাখুঁজির পর নগরকান্দার কৃষ্ণারডাঙ্গি গ্রামের আছিয়া বেগমের সঙ্গে যোগাযোগ করে তিনি রাতেই ব্যাগটি সঠিকভাবে তাঁর হাতে তুলে দেন। ব্যাগ ফেরতের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং সবুজের সততা ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেন।

সবুজ বর্তমানে ফরিদপুর শহরের মাওলানা আব্দুল আলী সড়কে একটি ভাড়া বাসায় থাকেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

এ বিষয়ে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল বলেন, "একদিকে যখন প্রতারণা আর অনৈতিকতার খবর প্রতিদিনই শোনা যায়, তখন সবুজের মতো মানুষের সততা সমাজের জন্য আশার আলো হয়ে আসে। তাঁর মতো মানুষরা মনে করিয়ে দেন—মানবতা এখনো নিঃশেষ হয়ে যায়নি।"

আছিয়া বেগম স্বর্ণালঙ্কার ও অর্থ ফেরত পেয়ে আনন্দে আপ্লুত হয়ে অশ্রুসিক্ত চোখে বলেন, “আল্লাহ এমন সৎ মানুষকে রক্ষা করুন। সবুজের মতো মানুষ আমাদের সমাজে সত্যিকারের নায়ক।”

সততার এই উজ্জ্বল দৃষ্টান্ত সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে—এমনটিই প্রত্যাশা করছেন ফরিদপুরবাসী।

(ডিসি/এএস/জুলাই ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

১২ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test