E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ইজিবাইক বিতরণ

২০২৫ জুলাই ০৭ ০০:৫৭:৪৫
ফরিদপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ইজিবাইক বিতরণ

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের সদরপুর উপজেলায় অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মো. জাহাঙ্গীর হোসেনের মাঝে একটি ইজিবাইক বিতরণ করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

রবিবার (৬ জুলাই) দুপুরে উপজেলা সদরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মো. জাহাঙ্গীর হোসেনের হাতে ইজিবাইকের চাবি তুলে দেওয়া হয়। ইজিবাইকটি ব্যক্তিগত উদ্যোগে উপহার দেন সংগঠনের উপদেষ্টা আলমগীর কবির। চাবি হস্তান্তর করেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুতজ্জামান বদু, যুগ্ম আহ্বায়ক জাফর খা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বাবুল কাজী, সদস্য সচিব আসাদ মৃধা, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সমাজসেবক মোস্তফা কবিরসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শহিদুল ইসলাম বাবুল বলেন, “মাননীয় তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ শহীদ ও আহত নেতাকর্মীদের সহযোগিতার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। এই মানবিক সহায়তা আগামীতেও চলমান থাকবে।”

স্থানীয়রা এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং আরও বেশি সংখ্যক অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

(ডিসি/এএস/জুলাই ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

১২ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test