E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সাতক্ষীরায় বাড়ির সবাইকে অজ্ঞান করে নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি 

২০২৫ অক্টোবর ১০ ১৯:০৩:০১
সাতক্ষীরায় বাড়ির সবাইকে অজ্ঞান করে নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নাথপাড়ার চন্দন সেনের বাড়িতে খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে ২ শিশুসহ ৬ জনকে অজ্ঞান করে নগদ ১৫ হাজার টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

ধুলিহরের নাথপাড়ার গৌতম সেনের পুত্র চন্দন সেন জানান, তিনিসহ পরিবারের সবাই বৃহস্পতিবার রাত ১১ টার দিকে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে বাড়ির কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশিরা তাদের বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করে। কিন্তু কারোর ঘুম না ভাঙায় প্রতিবেশিরা ঘরে গিয়ে দেখে সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। শোকেজের তালা ভাঙা এবং ঘরের ভিতর সমস্ত জিনিস পত্র লন্ডভন্ড করা। তখন স্থানীয় গ্রাম ডাক্তার ফজলুর রহমানকে ডেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু তার স্ত্রী পারুল রানী সেন (৪০) এর অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে এম্বুলেন্সে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তাকে (৪০), তার পিতা গৌতম সেন(৬৫), মাতা মিনা সেন (৬০), মেয়ে কথা সেন (৮) ও লতা সেন (৩) কে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং তারা প্রত্যকেই আশংকা মুক্ত বলে ওই চিকিৎসক জানিয়েছেন। এ ঘটনায় দুর্বৃত্তরা নগদ ১৫ হাজার টাকা, ১৩টি শাড়ি ও পিতলের থালাবাটিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক।

(আরকে/এসপি/অক্টোবর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test