E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালখালীতে বিজয় দিবস পালিত

২০১৪ ডিসেম্বর ১৬ ২১:২০:৪৪
বোয়ালখালীতে বিজয় দিবস পালিত

বোয়ালখালী (চট্রগ্রাম) প্রতিনিধি : চট্রগ্রামের বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মহান বিজয় দিবস শ্রদ্ধার সাথে পালন করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে গোমদন্ডী ইউনিয়ন বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল বিজয় মেলার।

বিজয় মেলার সভাপতিত্ব করেন জহুরুল ইসলাম জহুর।

বিশেষ অতিথির বক্তব্যে বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। মুক্তিযুদ্ধ আমাদের গৌরব কিন্তু কিছু পাকিস্তানী অনুসারী এখনো বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে পারেনি। বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করে নতুন প্রজন্মকে ভূল পথে পরিচালিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আরো একটি গৃহযুদ্ধের মধ্যে দিয়ে রাজাকারদের এদেশ থেকে নির্মূল করতে হবে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ পাকিস্তানী শাসন শোষণের বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষীয় মুক্তির সংগ্রামে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার আহবান জানান এবং মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে ৭১’এর ঘাতকদের সকল ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করার জন্য স্বাধীনতাকামী মানুষদেরকে সজাগ থাকার নির্দেশ দেন।

(এসবি/অ/ডিসেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test