E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজয় দিবসে  বগুড়া জেলা প্রশাসনের আলোচনা সভা

২০১৪ ডিসেম্বর ১৬ ২২:০১:৩৭
বিজয় দিবসে  বগুড়া জেলা প্রশাসনের আলোচনা সভা

বগুড়া প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপনে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ খোকন পার্কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মকবুল হোসেন, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা।

প্রধান অতিথি জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বলেন, আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের প্রজন্মকে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠের মধ্যে দিয়ে এ জাতিকে বিশ্বে ছড়িয়ে দিতে হবে। আমাদের অংহকার আমরা জাতি হিসেবে বীরের জাতি।

এর আগে দিবসের প্রথম প্রহরে জেলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা। মুক্তির ফুলবাড়িতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পু®পস্তবক অর্পন। জেলা পরিষদ মিলনায়তনের মুক্তিযুদ্ধভিত্তিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়। জাতির অগ্রগতি ও কল্যাণ কামনা করে মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনাসহ আমিনুল হক দুলাল অডিটরিয়ামে, বেলা ১২টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

(এএসবি/এসসি/ডিসেম্বর১৬,২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test