E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমি নিয়ে বিরোধে হত্যার হুমকির অভিযোগ সংবাদ সম্মেলন

২০১৪ ডিসেম্বর ২০ ১৩:৫৬:২৯
জমি নিয়ে বিরোধে হত্যার হুমকির অভিযোগ সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে দুই কোটি টাকার জমি নিয়ে বিরোধের জেরে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন রায়পুর পৌর শহরের পূর্বলাছ গ্রামের মামুন মোল্লা ও তার পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনিসহ তার পরিবার এ অভিযোগ করেন।

মামুন মোল্লা বলেন, অব্যাহত হুমকি-ধমকি ও প্রাণনাশের চেষ্টার ফলে জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। যে কোনো মুহূর্তে আমাকে ও আমার স্ত্রী-সন্তানদের প্রাণ নাশের আশঙ্কা করছি।

তিনি অভিযোগ করে বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাই আমিন মোল্লাকে ব্যবহার করে স্থানীয় আলম ওরফে ওয়ার্কশফ আলম ও তার সহযোগীরা এসব চক্রান্ত করছে।

মামুন মোল্লা ও স্ত্রী সায়েরা বেগম মুক্তা জানান, দুই কোটি টাকার মূলের পৈত্রিক ৮৪ শতাংশ জমির লোভে ছোট ভাই আমিন মোল্লাকে প্রলোভন দেখিয়ে খালি স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর করিয়ে স্থানীয় ওয়ার্কশপ আলম তাদের সম্পত্তি জবরদখল করছে। এতে বাধা দেয়ায় একাধিকবার তাদের হত্যার চেষ্টা চালায়। ঘর থেকে অস্ত্রের মুখে মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সেটি পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ উদ্ধার করে। কিন্তু দুর্বৃত্তদের বিরুদ্ধে পুলিশ কার্যকর ব্যবস্থা না নেয়ায় দিন দিন ওই চক্রটি বেপরোয়া হয়ে ওঠেছে। এ নিয়ে তারা থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

এদিকে মামুন মোল্লার করা প্রাণ নাশের অভিযোগ অস্বীকার করে মো. আলম ও ছোট ভাই আমিন মোল্লা বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। আমরা কাউকে হুমকি ও হামলার চেষ্টা করিনি। পুলিশ মোটরসাইকেল উদ্ধার করেছে বলে জেনেছি।

এ ব্যাপারে রায়পুর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সুভাষ পাল বলেন, সায়েরা বেগম মুক্তার জিডির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এমআরএস/এএস/ডিসেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test