E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেতাগীতে অধ্যক্ষ বরখাস্ত, ৩৬ জন শিক্ষকদের বেতন বন্ধ

২০১৪ ডিসেম্বর ২০ ১৩:৫৯:২৬
বেতাগীতে অধ্যক্ষ বরখাস্ত, ৩৬ জন শিক্ষকদের বেতন বন্ধ

বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি নিয়ামতি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাসকে বরখাস্তের ঘটনায় ওই বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষকদের বেতন বর্তমানে বন্ধ রয়েছে। ফলে শিক্ষকরা পড়েছেন ভোগান্তিতে।

ওই প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, গভর্নিং বডির সভাপতি মো. আরশাদ আবেদীন গত ৫ ডিসেম্বর অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাসের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, তহবিল তছরুপ, গভর্নিং বডির সাথে ঔদ্ধত্যপুর্ন আচরণ ও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে তাকে সাময়িক বরখাস্ত করেন। পরবর্তীতে ওই বিদ্যালয়ের প্রভাষক মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বাক্ষরে শিক্ষকদের বেতন-ভাতা দাখিল করায় উপজেলা নির্বাহী অফিসারের আদেশের বলে ব্যাংক কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। ফলে জন ৩৬ জন শিক্ষক ও কর্মচারী গত এক সপ্তাহ ধরে বেতন উত্তোলন করতে পারছেন না।

এ ব্যাপারে অভিযুক্ত অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস বলেন, গভর্নিং বডির নির্বাচনে সভাপতির আত্মীয় দাতা সদস্যর বে-আইনীভাবে ভোটাধিকার নিয়ে কমিটির কতিপয় লোকের সাথে তার বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে সম্পুর্ন অনিয়মের আশ্রয় নিয়ে সভাপতি ষড়যন্ত্র মূলক ভাবে তাকে বরখাস্ত করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন বলেন, এতে আইনের ব্যপ্তয় ঘটেছে। যে কারনেই বরখাস্ত করা হোক তা বিধি সম্মত হওয়া প্রয়োজন। ত্রুটিপুর্ন বিল প্রনয়নের কারণে আপতত বেতন স্থগিত রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।
বেতাগী রুপালী ব্যাংক ম্যানেজার জয়ন্ত হালদার বলেন, উপজেলা নির্বাহী অফিসারের আদেশে আপতত বেতন বন্ধ রাখা হয়েছে।

(এমএইচ/এএস/ডিসেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test